বেনাপোল সীমান্তে ৫৭ পিচ স্বর্ণের বারসহ আটক নারী

বেনাপোল সীমান্ত পথে ভারতে পাচারের সময় ৯ কেজি ২শ গ্রাম ওজনের ৫৭ পিচ স্বর্ণবারসহ বানেছা বেগম নামে এক নারী পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

শুক্রবার( ২৮ আগস্ট) রাত ৯ টার দিকে ৪৯ ব্যাটালিয়ানের বিজিবি সদস্যরা এ স্বর্ণের চালানসহ নারীকে আটক করে। আটক নারী হলেন, বেনাপোল পৌরসভার সাদিপুর গ্রামের দুখে মিয়ার স্ত্রী।

বিজিবি জানায়, তাদের কাছে গোপন সংবাদ আসে সীমান্ত পথে মাদকের একটি চালান ভারতে পাচার হবে। পরে বিজিবি সীমান্তে নজরদারী বাড়ায়। এক পর্যায়ে পাচার কালে ধাওয়া করে বানাছেকে ধরা হয়। পরে তার কাছ থেকে একটি ব্যাগে রাখা ৯ কেজি ২শ গ্রাম ওজনের
৫৭ পিস স্বর্ণবার উদ্ধার হয়। স্বর্ণের বাজার মূল্য প্রায় ৬ কোটি ৪৪ লাখ টাকা ।

৪৯ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল সেলিম রেজা জানায়, আটকদের বিরুদ্ধে স্বর্ণ পাচার আইনে মামলা দিয়ে স্বর্ণসহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।