বেনাপোলে ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা আটক

যশোরের বেনাপোল বন্দর এলাকা থেকে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

রোববার (০৪ অক্টোবর) দুপুর ২টার দিকে বেনাপোল বন্দর এলাকার ভবারবেড় গ্রাম থেকে পোর্ট থানা পুলিশ তাদের আটক করে।

আটক মাদক বিক্রেতারা হলেন- বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রামের মিন্টু মিয়ার ছেলে মিদুল (১৮) ও একই গ্রামের আজিজ মিয়ার ছেলে বিশাল হোসেন (২৫)।

পুলিশ জানায়, গোপন খবর আসে বেনাপোল বন্দর এলাকার একটি বাড়িতে মাদক কেনাবেচা চলছে। পরে পুলিশ অভিযান চালিয়ে মাদক বিক্রির অভিযোগে দুই মাদক বিক্রেতাকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা পাওয়া যায়।

বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন কবীর তরফদার জানান, আটক মাদক বিক্রেতাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।

এসময় পুলিশ আরো জানান, এ ইয়াবার প্রকৃত মালিক একাধিক মাদক মামলার আসামি ভবারবেড় গ্রামের সোহেল হোসেন। সোহেল ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। কিছুদিন আগ সোহেলের স্ত্রীকে ইয়াবাসহ আটক করে পুলিশ।