বেউথা কালিগঙ্গা ব্রিজ সংলগ্ন আন্ধারমানিকে নদী ভাঙ্গন রোধে কাজ চলছে

মো: তৌফিকুল ইসলাম খান : দীর্ঘ দিন ধরে বালু মহলের অনিয়নত্রিত ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনের ফলে বেউথা আন্ধারমানিক নদীর পাড়ের বাপ-দাদার ভিটে বাড়ি, আবাদি জমি ভাঙ্গনে এলাকার জনগন অতিষ্ঠ হয়ে উঠেছিল। বারবার মানব বন্ধন করে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়। ফলে পানি উন্নয়ন বোর্ডের লোকজন সরজমিনে এসে পরিস্থিতি পর্যালোচনা করেন এবং গ্রামবাসীদের ভরসা দেন অতি দ্রুত ভাঙ্গন রোধের কাজ শুরু করবেন বলে।

গত ০৬/১০/২০২০ইং তারিখ হতে জিও ব্যাগের মাধ্যমে দিনরাত নদী ভাঙ্গন রোধের কাজ চালিয়ে যাচ্ছেন । আজ এলাকাবাসীর মুখে আনন্দের ছাপ ফুটে উঠেছে।

ঠিকাদারের নিকট এ বিষয়ে জানতে চাওয়া হলে- আনিস ও সাহিনুর সাহেব ক্রাইম পেট্রোল বিডি নিউজকে জানান, পানি উন্নয়ন বোর্ডের উদ্দোগে মোট ১৮২ মিটার পর্যন্ত এলাকা ভাঙ্গন রোধে প্রায় ১০,০০০( দশ হাজার ) বস্তা জিও ব্যাগ ফেলার ব্যবস্থা করা হয়েছে।প্রয়োজন হলে কর্তিপক্ষ আরো বস্তা ফেলারও পরিকল্পনা মাথায় রেখেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক, কয়েকজন এলাকাবাসী বলেন, আমরা হিন্দু দেইখা জোর গলায় কিছুই কইতে পারিনাই। এতোদিন শুধুই দেখছি ড্রেজার দিয়া আমাগো জমির পাশ থিকা কিভাবে বালু তুইলা নিছে আর আমাগো জমি গুইলা ঝুর ঝুরাইয়া পানিতে পইরা গেছে।

আজ পানি উন্নয়ন বোর্ডের উদ্দোগ দেখে পৌর এলাকার ৯নং ওয়াডের আন্ধারমানিক এলাকাবাসি আনন্দিত এবং আশাবাদী পরবর্তিতে জিও ব্যাগের পরিবর্তে শহড় রক্ষা বাঁধের মতো বাধ নির্মাণ হওয়ার।