‘বেইজিং সামরিক শক্তিকে উন্নত করতে মার্কিন প্রযুক্তি চুরি করছে’

জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক জন রেক্টক্লিফ অভিযোগ করে বলেন, বেইজিং নিজেদের সামরিক শক্তিকে উন্নত করতে মার্কিন প্রযুক্তি চুরি করছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বিশ্বব্যাপী গণতন্ত্র ও স্বাধীনতার জন্য চীনকে সবচেয়ে বড় হুমকি চিহ্নিত করে বেইজিংকে তীব্রভাবে আক্রমণ করলেন এই শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা। বলেন ‘মার্কিন গোয়েন্দা বিভাগ নিশ্চিত যে আমেরিকাসহ বিশ্বের অন্যান্য দেশের অর্থনৈতিক, সামরিক এবং প্রযুক্তিগতখাতে আধিপত্য বিস্তারের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে চীন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনকে প্রতিনিয়ত প্রকাশ্যে আক্রমণ করে আসছেন। এবার সেই কাতারে যোগ দিলেন এই মার্কিন গোয়েন্দা বিভাগের প্রধান।

ওয়াল স্ট্রিট জার্নালের এক মতামত নিবন্ধে রেটক্লিফ জানান, চীন বিশ্বব্যাপী অর্থনৈতিক গুপ্তচরবৃত্তির পরিমাণ তিনগুণ বাড়িয়েছে, যার খেসারত দিতে হচ্ছে সবাইকে। আমেরিকার বুদ্ধিভিত্তিক সম্পত্তির চুরির অভিযোগ আনেন তিনি। এর পেছনে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং প্রত্যক্ষভাবে মদদ রয়েছে বলেও অভিযোগ করেন গোয়েন্দা সংস্থার প্রধান।

ডোনাল্ড ট্রাম্প মার্কিন নির্বাচনে জো বাইডেনের কাছে বড় ব্যবধানে হেরে যাওয়ার আগে থেকেই চীনের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে আসছেন। এমনকি বাইডেনকে বেইজিং ঘেঁষা বলেও দাবি করেন তিনি।