বৃহস্পতিবার শ্রীলঙ্কা সফরের দল ঘোষণা

বৃহস্পতিবার শ্রীলঙ্কা সফরের দল ঘোষণা

করোনার থাবায় পিছিয়ে গেলো বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরের দল ঘোষণা দিনক্ষণ। যে কারণে সতর্ক ক্রিকেট বোর্ড।

দ্বিতীয় ধাপে ফলাফল পাবার পরই শ্রীলঙ্কা সফরে জাতীয় দল ঘোষণা করবে বিসিবি। জানিয়েছেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান। সাবেক অধিনায়ক এও জানিয়েছেন, বিদেশে কোচিং স্টাফদের কোয়ারেন্টাইন শেষ হবার পরই শুরু হবে টাইগারদের দলীয় অনুশীলন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলের মধ্যে দল ঘোষণা করবে ক্রিকেট বোর্ডের। কিন্তু, করোনার হানায় সবই যেন ওলট-পালট হলো। লঙ্কা সফরে সুযোগের অপেক্ষায় থাকা টপ অর্ডার সাঈফ হাসান ভাইরাসটিতে আক্রান্ত। বুধবার বিকেলে জানা যাবে বাকিদের ফলাফল। দলের সবার রিপোর্ট নিশ্চিত হবার পরই একটা নির্দিষ্ট রূপরেখা তৈরি করবে বোর্ড। তাই দল ঘোষণা করার ব্যাপারে সতর্ক ক্রিকেট বোর্ড। সেক্ষেত্রে বৃহস্পতিবার লঙ্কা সফরের প্রাথমিক দল দিতে পারে বিসিবি। এমনটাই আভাস দিলেন আকরাম খান।

আকরাম খান বলেন, ‘দলটা আমরা দিয়ে দিতাম। কিন্তু কয়েকজন করোনা আক্রান্ত হওয়ায় সেটা দেয়া হয়নি। তবে কয়েকদিনের মধ্যেই দেয়া হবে।

রোববার দেশে ফিরেছেন টাইগারদের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো ও ফিল্ডিং কোচ রায়ান কুক। একদিন পরই ঢাকায় পেস বোলিং কোচ ওটিস গিবসন। তবে, সহসাই তারা যোগ দিতে পারছেন না জাতীয় দলের সাথে। নিয়ম মেনে বিদেশি কোচিং স্টাফদের থাকতে হবে হোম কোয়ারেন্টাইনে।

তিনি আরো বলেন, ‘কোচরা সবাই এসেছেন। তারা কোয়ারেন্টাইনে থাকবেন। এরপর তারা মাঠে নামবেন।’

ঢাকায় ফেরা বিদেশি কোচদের কোয়ারেন্টাইন শেষে মাঠে ফিরতে সময় লাগবে অন্তত ২০ তারিখ পর্যন্ত। তার আগে আপাতত দলীয় অনুশীলন শুরু করতে পারছে না বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।