বৃষ্টিতে ভারতের স্বস্তি

ক্রীড়া ডেস্ক : কানপুর টেস্টে প্রথম ইনিংসে ভারতের ৩১৮ রানের জবাবটা বেশ ভালোভাবেই দিচ্ছিল নিউজিল্যান্ড।

শতরানের জুটি গড়ে কিউইদের এগিয়ে নিচ্ছিলেন টম ল্যাথাম ও কেন উইলিয়ামসন। কিন্তু দ্বিতীয় দিনের শেষ সেশনের পুরোটাই যে বৃষ্টিতে ভেসে গেছে। বোলাররা না পারলেও বৃষ্টি তাই ভারতকে স্বস্তিই এনে দিয়েছে।

শুক্রবার দ্বিতীয় দিন শেষে নিজিল্যান্ডের সংগ্রহ ১ উইকেটে ১৫২ রান। ল্যাথাম ৫৬ ও অধিনায়ক উইলিয়ামসন ৬৫ রানে অপরাজিত আছেন।

এর আগে প্রথম দিনের ৯ উইকেটে ২৯১ রানের সঙ্গে আরো ২৭ রান যোগ করে অলআউট হয়ে যায় ভারত। উমেশ যাদবকে (৯) উইকেটকিপার বিজে ওয়াটলিংয়ের ক্যাচ বানিয়ে ভারতের ইনিংস গুটিয়ে দেন নিল ওয়াগনার। ৪২ রানে অপরাজিত ছিলেন রবীন্দ্র জাদেজা।

জবাবে ব্যাট করতে নেমে ৩৫ রানে ওপেনার মার্টিন গাপটিলকে হারায় নিউজিল্যান্ড। যাদবের বলে এলবিডব্লু হন গাপটিল (২১)। এর পরই ল্যাথাম-উইলিয়ামসনের জুটি। দুজন অবিচ্ছিন্ন দ্বিতীয় উইকেটে যোগ করেন ১১৭ রান। এরপর বৃষ্টিতে আর দিনের খেলা হয়নি।