বুড়িগঙ্গায় লঞ্চ ডুবে মৃত্যু ১৭

borigonga

বুড়িগঙ্গা নদীর কেরানীগঞ্জের ফরাশগঞ্জ ঘাটে যাত্রীবাহী লঞ্চ ডুবে মৃত্যু বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আরও প্রায় ৫০ জনের মতো নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। তাদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছেন নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

সোমবার (২৯ জুন) বেলা ১২টার দিকে ফায়ার সার্ভিসের উপ পরিচালক হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি এও বলেন মৃত্য সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান বলেন, ধারণা করা হচ্ছে প্রায় ১০০ জন যাত্রী ছিলেন ওই লঞ্চে। এরমধ্যে নিখোঁজ হয়ে যান প্রায় ৭০ জন। তা থেকে ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এরইমধ্যে।

ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক হাফিজুর রহমান বলেন, মুন্সিগঞ্জ কাঠপট্টি থেকে প্রায় ১০০ জন যাত্রী নিয়ে লঞ্চটি ঢাকায় আসছিল। ফরাশগঞ্জ ঘাট সংলগ্ন কুমিল্লা ডক এরিয়ায় ময়ূরী-২ লঞ্চ পেছনের দিকে ধাক্কা দিলে মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যায়।

তিনি বলেন, ঘটনাস্থলে আমাদের ডুবুরি দল কাজ করছে উদ্ধারে।