বিসিসির প্যানেল মেয়র কেএম শহীদুল্লাহকে সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত

এম এ হান্নান বরিশাল :
বরিশাল সিটি কর্পোরেশনের ১নং প্যানেল মেয়র ও ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কেএম শহীদুল্লাহকে সাময়িকভাবে বরখাস্তের আদেশ ৬ মাসের জন্য স্থগিত হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রনালয় থেকে দেয়া ওই আদেশ স্থগিত করেছেন উচ্চাদালত। উচ্চাদালতের হাইকোর্ট বিভাগের বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিক আল জলিল এর সমন্বয়ে গঠিত বে ওই আদেশ দিয়েছেন। সোমবার বিকেলে প্যানেল মেয়র-১ ও কাউন্সিলর কেএম শহীদুল্লাহ এ তথ্যর সত্যতা স্বীকার করে স্থগিতাদেশের উচ্চাদালতের একটি কপি দিয়েছেন। উচ্চাদালতের আইনজীবী এসএম রেজাউল করিম স্বাক্ষরিত ওই কপি থেকে জানা গেছে, সিটি কর্পোরেশন আইনে কোন কাউন্সিলরের বিরুদ্ধে ফৌজদারী মামলায় অভিযোগপত্র আদালত আমলে নিতে তাকে সাময়িক বরখাস্তের বিধান রয়েছে। এমন অভিযোগে গত ২৩ আগস্ট তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সিটি কর্পোরেশন-১ শাখার উপসচিব খলিল আহমদ স্বাক্ষরিত আদেশের বিরুদ্ধে রিট করা হয়। রীট নং ১১৩৩২। গত রোববার দ্বৈত বে ওই আদেশ ছয় মাসের জন্য স্থগিত করেছেন। উল্লেখ্য চলতি বছরের ৫ জানুয়ারী রাত পৌনে ১১টার দিকে নগরীর আলেকান্দা এলাকার নিজ বাসভবন থেকে প্যানেল মেয়র ও বরিশাল মহানগর বিএনপির সহ-সভাপতি কেএম শহীদুল্লাহকে আটক করে র‌্যাব। আটকের পর রাত দেড়টার দিকে আমেরিকান তৈরি ৮ ইি লম্বা একটি পিস্তল ও ৩ রাউন্ড গুলি সহ তাকে কোতয়ালী থানায় সোপর্দ করা হয়। এঘটনায় রাতেই তার বিরুদ্ধে মামলা দায়ের করেন র‌্যাব-৮’র ডিএডি সিকদার আশরাফুর রহমান। ওই মামলায় কয়েক মাস পূর্বে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা কোতয়ালী থানার সদ্য বিদায়ী ওসি সাখাওয়াত হোসেন। অভিযোগপত্র আমলে নিয়েছে বরিশালের আদালত। এরপরই কাউন্সিলের বিরুদ্ধে ওই ব্যবস্থা নেয় স্থানীয় সরকার মন্ত্রনালয়।