বিশ্ব রেকর্ড ব্রাভো-টেলর জুটির

ক্রীড়া ডেস্ক : ডোয়াইন ব্রাভো যখন জেরোম টেলরের সঙ্গে জুটি বাঁধলেন, ৪৮ রানে ৮ উইকেট হারিয়ে ধুঁকছিল ওয়েস্ট ইন্ডিজ।

এই বুঝি টি-টোয়েন্টিতে নিজেদের সর্বনিম্ন রানের লজ্জার ইতিহাসটা নতুন করে লিখল ক্যারিবীয়রা! এমন একটা সংশয় জেঁকে বসেছিল সবার মনে।

তবে নবম উইকেটে টেলরের সঙ্গে ব্রাভোর বিশ্ব রেকর্ড জুটি শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজকে লজ্জার হাত থেকে বাঁচিয়েছে।

২০১০ সালে পোর্ট অব স্পেনে জিম্বাবুয়ের বিপক্ষে ৭ উইকেটে করা নিজেদের সর্বনিম্ন ৭৯ রান ছাড়িয়ে কাল দুবাইয়ে পাকিস্তানের সঙ্গে শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ তুলেছিল ১১৫ রান।

সেটির পুরো কৃতিত্ব অবশ্যই টেলরের (২১) সঙ্গে ব্রাভোর (৫৫) ৬৬ রানের রেকর্ড জুটির। টি-টোয়েন্টিতে নবম উইকেট জুটিতে এটিই এখন সর্বোচ্চ রান।

আগের সর্বোচ্চ ছিল পাকিস্তানের সাঈদ আজমল ও সোহেল তানভীরের ৬৩, দুজন ২০১৩ সালে দুবাইয়েই জুটিটি গড়েছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে।

ব্রাভো-টেলর জুটি কাল ওয়েস্ট ইন্ডিজকে সর্বনিম্ন রানের লজ্জার হাত থেকে বাঁচালেও তাদের বড় পরাজয় ঠেকাতে পারেনি। বাঁহাতি স্পিনার ইমাদ ওয়াসিমের পাঁচ উইকেট-কীর্তিতে ওয়েস্ট ইন্ডিজকে ১১৫ রানে গুটিয়ে দিয়ে পাকিস্তান ম্যাচ জিতেছে ৯ উইকেটে।