বৈশ্বিক মহামারি করোনাভাইরাস

বিশ্বে করোনায় আক্রান্ত ৯৫ লাখের বেশি

করোনা

আন্তর্জাতিক ডেস্কঃ দিন দিন যেন বেড়েই চলেছে করোনা আক্রান্ত সংখ্যা। বিশ্বের প্রায় সব প্রান্ত পৌঁছে গেলে মরণব্যাধি এই মহামারি। করোনায় এখন বিশ্বে আক্রান্ত ৯৫ লাখ ছাড়িয়েছে। গত ২৪ঘন্টায় নতুন আক্রান্ত হয়েছে পৌনে দুই লাখ। মৃত্যু বরণ করেছেন আরো পাঁচ হাজার মানুষ।

বিশ্ব জুড়ে প্রাণহানি চার লাখ ৮৫ হাজার প্রায়। আট শতাধিক মৃত্যুতে যুক্তরাষ্ট্রে প্রাণহানি দাঁড়ালো সোয়া লাখের মতো। সংক্রমণ ২৪ লাখ ৬৩ হাজার।

তবে বুধবার দিনের সর্বোচ্চ মৃত্যু দেখেছে ব্রাজিল; প্রাণ গেছে ১১শ’র বেশি মানুষের। দেশটিতে মোট মৃত্যু প্রায় ৫৪ হাজার; আক্রান্ত ১২ লাখের মতো। মেক্সিকোতে মারা গেছেন সাড়ে ৯শ’ মানুষ; মোট প্রাণহানি ছাড়িয়েছে ২৪ হাজার। আক্রান্ত প্রায় দু’লাখ। মহামারির ছয় মাস পর, পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে ইউরোপে।