বিশ্বের দ্বিতীয় সেরা প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত হওয়াসহ দুটি ইস্যুতে প্রধানমন্ত্রীকে অভিনন্দন মন্ত্রিসভার

সচিবালয় প্রতিবেদক : সিঙ্গাপুরভিত্তিক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষণা সংস্থা ‘দ্য স্ট্যাটিসটিক্স’-এর গবেষণায় বিশ্বের দ্বিতীয় সেরা প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত হওয়াসহ দুটি ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের শুরুতেই শেখ হাসিনাকে দুটি ইস্যুতে অভিনন্দন জানানো হয় বলে দুপুরে সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান।

তিনি বলেন, ‘জাতিসংঘ বাংলাদেশকে উন্নয়নশীল দেশের স্বীকৃতি দেওয়ায় এবং বিশ্বের দ্বিতীয় সেরা প্রধানমন্ত্রী মনোনীত হওয়ায় মন্ত্রিসভায় শেখ হাসিনাকে অভিনন্দন জানানো হয়েছে।’

সচিব বলেন, ‘সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত দৈনিক খালিজ টাইমসে প্রধানমন্ত্রীকে “স্টার অব দি ইস্ট” নামে অভিহিত করা হয়েছে। চ্যানেল ফোর মাদার অব হিউম্যানিটি নামে অভিহিত করেছে।’

তিনি বলেন, ‘গত ১৫ মার্চ বাংলাদেশকে উন্নয়নশীল দেশের স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ। দীর্ঘদিন স্বল্পোন্নত দেশের তালিকায় থাকার পর উন্নয়নশীল দেশের স্বীকৃতি পেল বাংলাদেশ। প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে এ অর্জন সম্ভব হয়েছে।’