বিশ্বের গণমাধ্যমগুলোতে নুসরাত হত্যার রায়ে সরব

আন্তর্জাতিক ডেস্কঃ ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনা শুরু থেকেই বেশ গুরুত্বের সঙ্গে প্রচার করেছে বিশ্বের গণমাধ্যমগুলো। সেসময় বিভিন্ন খবরে উঠে এসেছিল নুসরাত হত্যার বিভিন্ন ঘটনা। এর ছয় মাসের মধ্যেই মামলার প্রধান আসামি অধ্যক্ষ সিরাজ উদ দৌলাসহ ১৬ জনের ফাঁসির রায় দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে ফেনী জজকোর্টের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ এ রায় ঘোষণা করেন।

এর পরপরই নুসরাত হত্যার রায় গুরুত্বের সঙ্গে প্রচার হচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমে। ব্রিটিশ সংবামাধ্যম বিবিসি ‘Nusrat Jahan Rafi: Death penalty for 16 who set student on fire’ অর্থাৎ ‘নুসরাত জাহান রাফি: ছাত্রীর গায়ে আগুন দেওয়া ১৬ জনের মৃত্যুদণ্ড’ শিরোনামে লিড নিউজ করেছে তাদের ওয়েবসাইটে।

খবর এসেছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরাতে। তারা খবরটিকে তৃতীয় লিড নিউজ করেছে। তাদের শিরোনামে এসেছে ‘Bangladesh sentences 16 to death over Nusrat Jahan Rafi murder’ অর্থাৎ ‘বাংলাদেশে নুসরাত জাহান রাফি হত্যায় ১৬ জনের মৃত্যুদণ্ড’।

যুক্তরাজ্যের বহুল পঠিত ‘দ্য গার্ডিয়ান’ লিখেছে , ‘Bangladesh to charge 16 with murder of woman, 19, burned to death’ অর্থাৎ ‘১৯ বছরের নারীকে পুড়িয়ে মারায় বাংলাদেশে ১৬ জনের দণ্ড’।

বিশ্বের প্রভাবশালী অন্য গণমাধ্যমগুলোতেও নুসরাত হত্যার রায়ের খবর প্রকাশ করা হয়েছে গুরুত্বের সঙ্গে। ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফ, দ্য সান, কানাডার সিটিভি, সিঙ্গাপুরের সিএনএ, অস্ট্রেলিয়ার এসবিএস, যুক্তরাষ্ট্রের সিএনএনসহ ভারত ও শ্রীলঙ্কার গণমাধ্যমেও উঠে এসেছে আলোচিত এ হত্যাকাণ্ডের রায়ের খবর।