বিশ্বকাপ ভলিবলের বাছাইয়ের দ্বিতীয় পর্বে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক : গত ১২ থেকে ১৯ সেপ্টেম্বর কিরগিজস্থানে ‘বিশ্বকাপ ভলিবল প্রতিযোগিতা-২০১৮’ এর জোনাল বাছাইপর্ব অনুষ্ঠিত হয়।

জোনালা বাছাইপর্বে বাংলাদেশসহ কিরগিজস্থান, মালদ্বীপ অংশগ্রহণ করে। জোনাল বাছাইপর্বের ১ম খেলায় বাংলাদেশ দল ২২-২৫, ১৭-২৫, ২৪-২৬ পয়েন্টে ৩-০ সেটে কিরগিজস্থানের কাছে পারাজিত হয়।

তবে দ্বিতীয় খেলায় বাংলাদেশ ২৭-২৫, ২৫-২২, ২১-২৫, ২৫-২১ পয়েন্টে ৩-১ সেটে মালদ্বীপকে পরাজিত করে।

‘বিশ্বকাপ ভলিবল প্রতিযোগিতা-২০১৮’ এর জোনাল বাছাইপর্বে বাংলাদেশ দল রানার-আপ হয়ে দ্বিতীয় পর্বে খেলার যোগ্যতা অর্জন করে।

এছাড়া জোনাল বাছাইপর্বে বাংলাদেশ দলের সোহেল রানা বেস্ট ব্লকার এবং সৈয়দ আতিক বেস্ট লিবারু এর পুরস্কার অর্জন করেন।

‘বিশ্বকাপ ভলিবল প্রতিযোগিতা-২০১৮’ এর জোনাল বাছাইপর্বে অংশগ্রহণ শেষে বাংলাদেশ জাতীয় ভলিবল দল ঢাকায় প্রত্যাবর্তন করছে।