বিরামপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

মোঃ সামিউল আলম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
“দূর্যোগ ঝুঁকি কমতে হলে, কৌশল সমূহ বলতে হবে” স্লোগানে দিনাজপুরের বিরামপুরে ১৩ অক্টোবর, বৃহস্পতিবার আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে । উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দূর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তর ও বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, বিরামপুর এডিপি’র সহযোগিতায় এ উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার এসএম মনিরুজ্জামান আল মাসউদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ পারভেজ কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান জিন্নাতুন নেছা, মৎস কর্মকর্তা নূরনবী। এতে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ- বিরামপুর এডিপি’র অর্থনৈতিক উন্নয়ন প্রকল্পের ম্যানেজার জেমস্ তপন মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারি প্রকৌশলী আব্দুল মাবুদ, অফিস সহকারি আব্দুল মতিন, সাংবাদিক আকরাম হোসেন, হাফিজ উদ্দিন প্রমূখ। আলোচনা সভায় বক্তারা দূর্যোগ প্রশমনে সকলকে সচেতন হয়ে সম্মিলিতভাবে কাজ করার আহবান জানান। আলোচনা সভা শেষে এ উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।