বিরল লজ্জার হাত থেকে রেহাই পেল না অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক : একটি দল সিরিজের সবগুলো ম্যাচ জিতবে তেমনটা হলপ করে বলা যায় না। কিন্তু অস্ট্রেলিয়ার মতো ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানধারী দল হলে ভিন্ন কথা।

তাদের দলে ম্যাচ জেতাতে সক্ষম এমন অনেক ক্রিকেটার আছেন। তাদের একজন দাঁড়িয়ে গেলেই ম্যাচ বের হয়ে যায়। কিন্তু বর্তমানে কী হাল সেই অস্ট্রেলিয়ার?

দক্ষিণ আফ্রিকা সফরে তারা পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ খেলেছে। সেখানে একটি ম্যাচও জিততে পারেনি তারা! কোনো ম্যাচে বলার মতো শক্ত প্রতিরোধও গড়তে পারেনি তারা। বুধবার দিবাগত রাতে শেষ ওয়ানডেতে অসিরা ৩১ রানে হার মেনেছে। তাতে ৫-০ ব্যবধানে প্রোটিয়াদের কাছে হোয়াইটওয়াশ হয়েছে ওয়ার্নার-স্মিথরা! পাশাপাশি গড়েছে এক বিরল লজ্জার রেকর্ড।

পাঁচ ম্যাচের কোনোটিতে তারা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দারুণ প্রতিরোধ গড়তে পেরেছে বলেও শক্ত দাবি তোলা যায় না। কারণ, হারগুলো যে বড় ব্যবধানের ছিল।

প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার দেওয়া ২৯৫ রানের টার্গেট ৪ উইকেট হারিয়ে ৮২ বল হাতে রেখেই ছুঁয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা!

দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার ছুড়ে দেওয়া ৩৬২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ৩৭.৪ ওভারে ২১৯ রানেই অলআউট! প্রোটিয়ারা জয় পায় ১৪২ রানের বড় ব্যবধানে!

তৃতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়া ৩৭১ রান করেও জয় পায়নি। ৬ উইকেট হারিয়ে ৪ বল হাতে রেখে ৩৭২ রানের টার্গেট ছুঁয়ে ফেলে প্রোটিয়ারা।

চতুর্থ ওয়ানডেতে অসিরা অলআউট হয়ে যায় মাত্র ১৬৭ রানে। জবাবে ৪ উইকেট হারিয়ে ৮৭ বল হাতে রেখে জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা।

আর বুধবার রাতে দক্ষিণ আফ্রিকার ছুড়ে দেওয়া ৩২৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ডেভিড ওয়ার্নারের ১৭৩ রানে ভর করেও জয় পায়নি অস্ট্রেলিয়া। তাদের ইনিংস থেমেছে ৪৮.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৯৬ রানে! হার মেনেছে ৩১ রানের ব্যবধানে। তাতে ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয় ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানধারী দলটি। পাশাপাশি এক বিরল লজ্জার রেকর্ড গড়ে তারা।

এর আগে যে অস্ট্রেলিয়া কখনোই পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে সব ম্যাচ হারেনি!

সবশেষ কোনো ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়া সব ম্যাচ হেরেছিল ২০০৭ সালে নিউজিল্যান্ড সফরে। সেবার তিন ম্যাচ সিরিজ নিউজিল্যান্ড জিতেছিল ৩-০ ব্যবধানে। এ ছাড়া আর মাত্র একবারই অস্ট্রেলিয়া তিন ম্যাচের সিরিজে সব ম্যাচ হেরেছিল। সেটা ১৯৯৭ সালে ইংল্যান্ড সফরে।

দক্ষিণ আফ্রিকা এর আগে ২০০৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ জিতেছিল। এবার দক্ষিণ আফ্রিকার কাছে ৫-০ ব্যবধানে সিরিজ হারার লজ্জায় ডুবল অস্ট্রেলিয়া।