বিপর্যয়হীন যুব টাইগারদের করোনা টেস্ট

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের তৃতীয় ধাপের করোনা টেস্টে ঘটেনি কোনো বিপর্যয়। ১৫ ক্রিকেটারের সবার ফলাফল নেগেটিভ এসেছে। নেগেটিভ এসেছেন দ্বিতীয় ধাপে পজেটিভ হওয়া ইফেতেখার হোসেনও। তবে ৪ দিন পর আবারো করোনা পরীক্ষা করা হবে তার।

এ নিয়ে মোট ৪৪ জন যুব ক্রিকেটার যোগ দিয়েছেন সাভারের বিকেএসপির ক্যাম্পে।

তিন ধাপে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় অনূর্ধ্ব-১৯ দলের করোনা টেস্ট। প্রথম ধাপে ১৫ ক্রিকেটার ও ১২ সাপোর্টিং স্টাফের করোনা পরীক্ষার পর দ্বিতীয় ধাপে ১৫ জন আর সবশেষ ধাপে কোভিড পরীক্ষা হয় ১৭ জনের।

দ্বিতীয় ধাপে তরুণ ব্যাটসম্যান ইফতেখারের করোনা পজেটিভ আসলেও তৃতীয় ধাপে আসে নেগেটিভ। তবুও এই মুহূর্তে আইসোলেশনে আছেন এই ক্রিকেটার। পরবর্তী ধাপে নেগেটিভ আসলেই কেবল ক্যাম্পে যোগ দেয়ার অনুমতি পাবেন তিনি।

২০২২ বিশ্বকাপকে সামনে রেখে, ২৩ আগস্ট থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে যুবাদের প্রথম ধাপের ক্যাম্প। নভেম্বরেই দ্বিতীয় সপ্তাহে দ্বিতীয় ধাপের ক্যাম্প করার পরিকল্পনা করছে বিসিবি।