বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান

মাদারীপুর জেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী মুনির চৌধুরীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন– ইসি।

রোববার (৪ অক্টোবর) দুপুরে জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান এ ঘোষণা দেন।

মাদারীপুর সহকারী রির্টানিং কর্মকর্তা বিকাশ চন্দ্র দে বলেন, শনিবার ছিল জেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। রোববার সকালে জেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে একক প্রার্থী হিসেবে আওয়ামী লীগ প্রার্থী মুনির চৌধুরীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

মুনির চৌধুরী মাদারীপুর জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি ও মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের চিফ নুর-ই-আলম চৌধুরীর চাচাতো ভাই। গত ২৩ জুলাই জেলা পরিষদের চেয়ারম্যান মো. মিয়াজউদ্দিন খানের মৃত্যুতে পরিষদের চেয়াম্যান পদ শূন্য হয়। শূন্য পদে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের প্রার্থী মুনির চৌধুরী। আগামী ২০ অক্টোবর এ জেলায় উপ-নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।