বিধানসভা নির্বাচন ঘিরে সরগরম পশ্চিমবঙ্গের রাজনীতির মাঠ

আগামী বছর মে মাসে হতে যাওয়া বিধানসভা নির্বাচনকে ঘিরে সরগরম ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতির মাঠ। নানা সুযোগ সুবিধায় ভোট টানার চেষ্টায় ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস।

এর মধ্যেই সোমবার (২৩ নভেম্বর) বিকেলে বাঁকুড়ার প্রশাসনিক বৈঠকে ভোট চান মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর বাঁকুড়া সফর নিয়ে পাল্টা বক্তব্য দিয়েছেন বিজেপি নেতারা।

২ টাকা কেজি রেশনের চাল কোভিডের কারণে ফ্রি করে দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ২ লাখ মোটরসাইকেল দেবেন বেকারদের ‘কর্মই ধর্ম প্রকল্পের’ অধীনে। সেই সঙ্গে বিধবা ভাতা থেকে ছাত্রছাত্রীদের ১০ লাখ সাইকেল জানুয়ারির মধ্যে দেয়ার নির্দেশনা দিয়েছেন মমতা।

এর আগে বাঁকুড়ায় ৫ নভেম্বর সভা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির সেকেন্ড ইন্ড কমান্ড অমিত শাহ। বিজেপির দাবি, তাদের অনুকরণ করেই সভা করছে কংগ্রেস।