বিদ্যুৎ চালিত গাড়ি বাজারে আনছে অ্যাপল

বিশ্বের অন্যতম সেরা মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। প্রতিষ্ঠানটি আগামী ২০২৪ সালের মধ্যে প্রজেক্ট টাইটান প্রকল্পের আওতায় বিদ্যুৎ চালিত গাড়ি বাজারে আনবে। অ্যাপল কর্মকর্তাদের বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে সংবাদ মাধ্যম রয়টার্স। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি মার্কিন প্রতিষ্ঠানটি।

অ্যাপলের অভ্যন্তরীণ কিছু সূত্র বলছে, প্রতিষ্ঠানটি বড় চমক নিয়েই বাজারে নামবে। বিশেষ করে গাড়ির ব্যাটারির নকশায় বেশ পরিবর্তন আসবে। অ্যাপলের ইলেকট্রিক গাড়িতে লিথিয়াম আইয়ন ব্যাটারির বদলে লিথিয়াম আইয়োন ফসফেট ব্যবহার করা হবে। এতে করে ব্যাটারির দাম কমবে এবং গাড়ির রেঞ্জ বাড়বে।

২০১৭ সালে এক সাক্ষাৎকারে টিম কুক জানিয়েছিলেন, ইলেকট্রিক ভেইকেল নিয়ে তারা কাজ করছেন না। তবে গত বছর ড্রাইভ.এআই নামের একটি স্টার্টআপ কিনে নেয়ার পর এ বিষয়ে আবারো আলোচনা শুরু হয়। ২০১৮ সালে টেসলা থেকে অ্যাপলে যোগ দেন ডুগ ফিলড। ইলেক্ট্রিক অটোমেকার টেসলায় তিনি কাজ করতেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে। তার হাত ধরেই তৈরি হয়েছিল টেসলার মডেল ৩ গাড়িটি।

প্রজেক্ট টাইটানের প্রধান এখন অ্যাপল এক্সিকিউটিভ জন জিয়ানন্দ্রা। তার অধীনে থাকা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও মেশিন লার্নিং গ্রুপের সঙ্গেই এখন কাজ চলবে প্রজেক্ট টাইটানের। বিশ্বে সম্ভবত অ্যাপলই কোনো কোম্পানি বা সংস্থা, যাদের এমন কাজ করার সব যোগ্যতা রয়েছে। কিন্তু একই সময়ে এটিও মাথায় রাখতে হবে যে এটি কোনো ফোন নয়।