বিদ্যুৎকেন্দ্র অন্যত্র সরাতে প্রয়োজনে গণভোট দাবি

জ্যেষ্ঠ প্রতিবেদক : সুন্দরবন ধ্বংসের বিষয়টি বিবেচনায় নিয়ে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রটি রামপাল থেকে অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন দেশের বিশিষ্টজনেরা।

প্রয়োজনে এই বিষয়ে গণভোট দিতেও সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

শুক্রবার দুপুরে রাজধানীর পল্টনে একটি হোটেলে আয়োজিত সেমিনারে এই দাবি উঠে আসে। ‘রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধের প্রয়োজনীয়তা : হুমকির মুখে সুন্দরবন’ শীর্ষক সেমিনারের আয়োজন করে ‘শত নাগরিক কমিটি’।

শত নাগরিক কমিটির আহ্বায়ক ড. এমাজউদ্দীন আহমেদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার উল্লাহ চৌধুরী, প্রাক্তন উপ-উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার, অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ারস বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি আ ন হ আখতার হোসেন, সাংবাদিক আব্দুল হাই শিকদার ও জাহাঙ্গীর আলম প্রধান।

সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন করেন বিএনপির কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার আশারফ উদ্দিন বকুল।

প্রাক্তন রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেন, ‘ভারত কিন্তু তাদের অংশে থাকা সুন্দরবন নষ্ট করতে চায় না। যার কারণে তারা দুটি প্রকল্প বাতিল করেছে। একই কারণে সম্প্রতি শ্রীলংকাও এ ধরনের বিদ্যুৎ প্রকল্প বাতিল করেছে।’

তিনি বলেন, ‘ইউনেস্কোসহ বিশ্বের বিভিন্ন সংস্থা বলছে, এ প্রকল্প করা হলে সুন্দরবন ধ্বংস হয়ে যাবে। তারপরেও প্রধানমন্ত্রী বলেন- রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র হবেই। যা অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক। তার মানে এখানে একটা ব্যাপার আছে।’

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বদরুদ্দোজা বলেন, ‘রামপাল ইস্যুতে দেশের সাধারণ মানুষ ও বিজ্ঞজনরা কী বলছে, তা আপনাকে শুনতে হবে। কারণ, আপনি প্রধানমন্ত্রী, দেশের মানুষের কথা তো আপনাকেই শুনতে হবে।’

‘সুন্দরবন ধ্বংসের দায়ে যেন ভবিষ্যতে আপনাদের বিচারের কাঠগোড়ায় দাঁড়াতে না হয়। তখন, ক্ষমা চাইলেও কিন্তু সুন্দরবন ফিরে পাওয়া যাবে না। এ ধরনের প্রকল্প করার আগে ভেবে চিন্তে করা উচিত।’

এমাজউদ্দীন আহমেদ বলেন, ‘সুন্দরবন হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। এ বন জলোচ্ছ্বাস থেকে দক্ষিণাঞ্চলের মানুষের জীবন রক্ষার্থে প্রহরীর মতো ভূমিকা পালন করে। রামপাল প্রকল্প হলে সুন্দরবনের ক্ষতি হবে। এ বনের ক্ষতি হলে তার প্রভাব ওই এলাকার মানুষের ওপরও পড়বে।’

সুন্দরবন বাঁচাতে ‘শত নাগরিক কমিটি’ বাগেরহাট এলাকায় আরো কর্মসূচি গ্রহণ করবে বলে জানান তিনি।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আপনি তো দেশের মঙ্গল চান। তাহলে, রামপালে হলেই কী, আর দেশের অন্য জায়গায় হলেই বা কী? প্রয়োজনে আপনি দেশে এই ইস্যুতে গণভোট দেন।’