বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলন

বিদেশিদের ভিসা দেবে চীন

বিদেশিদের ভিসা দেবে চীন

পর্যায়ক্রমে বিদেশিদের ভিসা দেয়া শুরু করবে বলে জানিয়েছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান সোমবার (১০ আগস্ট) বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলন এ কথা জানান।

চাও লি চিয়ান বলেন, মহামারি করোনার কারণে গত ২৮ মার্চ অধিকাংশ বিদেশির চীনে প্রবেশ নিষিদ্ধ করে চীন সরকার। কিন্তু যাদের খুব প্রয়োজনীয় অর্থনৈতিক-বাণিজ্যিক বা বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত কাজ আছে এবং যাদের মানবিক চাহিদা পূরণের জন্য চীনে প্রবেশ জরুরি—এমন ব্যক্তিবর্গের চীনে প্রবেশ অব্যাহত ছিল।

মুখপাত্র আরও বলেন, সম্প্রতি অনেক দেশে মহামারি পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। এ প্রেক্ষাপটে, চীন পর্যায়ক্রমে বিদেশিদের ভিসা দেয়া শুরু করবে। আর যেসব বিদেশির বৈধ ভিসা বা রেসিডেন্স পারমিট ছিল এবং তার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে—তাদের নতুনভিসা সংশ্লিষ্ট চীনা দূতাবাস বিনামূল্যে করে দেবে।