বিদেশগামী নারীকর্মীর সংখ্যা বেড়েছে

নিজস্ব প্রতিবেদক : বিদেশগামী নারীকর্মীর সংখ্যা বেড়ে যাওয়ায় জনশক্তি রপ্তানিতে আশার সঞ্চার হয়েছে।

বৃহস্পতিবার ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত ‘নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণে আমাদের করণীয়’ শীর্ষক কর্মশালায় উপস্থাপিত মূল প্রবন্ধে এ কথা বলা হয়।

এতে জানানো হয়, ২০১৫ সালের তুলনায় ২০১৬ সালে বিদেশগামী নারীকর্মীর সংখ্যা ১৪ হাজার ৩৭০ জন বেড়েছে। ২০১৫ সালে যেখানে বিদেশগামী নারীকর্মীর সংখ্যা ছিল ১ লাখ ৩ হাজার ৭১৮ জন, সেখানে ২০১৬ সালে তা বেড়ে দাঁড়ায় ১ লাখ ১৮ হাজার ৮৮ জনে। মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে নারীশ্রমিকের চাহিদা বেড়ে যাওয়ায় পুরুষের তুলনায় নারী অভিবাসন আনুপাতিক হারে বেড়েছে।

অনুষ্ঠানে জানানো হয়, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ১৬২টি দেশে ১ কোটি বাংলাদেশি কর্মী বিভিন্ন পেশায় নিয়োজিত। এর মধ্যে নারীকর্মী মোট কর্মী গমনের ১৮ দশমিক ৪৬ শতাংশ।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মজিবর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্তি পুলিশ সুপার মো. মোবারক হোসেন, সিনিয়র সহকারী কমিশার ফারহানা করীম ও সিনিয়র সহকারী পুলিশ সুপার আবুল কাশেম করিম প্রমূখ।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের মাইগ্রেশন কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার মেরিনা সুলতানা।

নিরাপদ অভিবাসন বিষয়ে জনসচেতনতা তৈরি এবং নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণে সরকারি পর্যায়ের নীতিনির্ধারক, সুশীল সমাজের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের করণীয় নির্ধারণ করতে এই কর্মশালার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক।