‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সরকার সমর্থন করে না’

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সরকার সমর্থন করে না

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সরকার সমর্থন করে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে সিলেট সদরের বাইশটিলা জলাশয়ে মাছের পোনা অবমুক্ত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

এ সময় সিনহা হত্যাকাণ্ড ও সাহেদ-সাবরিনা বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধী যে-ই হোক আইনের আওতায় আনা হচ্ছে।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন আরও বলেন, ‘আমাদের দুষ্টু লোক সম্পর্কে যখনই সরকার খবর পাই তাদের শাস্তি হয়। তখন তাদের আইনের সামনে নিয়ে আসে।’সবক্ষেত্রেই জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হয়। আমরা চাই সবার বিচার হোক, শাস্তি হোক। কখনও কখনও দুর্ঘটনা ঘটে যায় যদিও আমরা বিষয়গুলোতে সজাগ আছি।’