বিগ ব্যাশে জায়গা নেই সাকিবের

ঘরোয়া কিংবা আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য ওয়ানডে ক্রিকেটের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবও বেশ প্রস্তুত। সাকিবের নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় তাকে নেয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছিল অস্ট্রেলিয়ার জনপ্রিয় ঘরোয়া লিগ বিগ ব্যাশের একটি দল। কিন্তু শেষ পর্যন্ত সে দলের আর জায়গা হয়নি ওয়ানডে ক্রিকেটের বিশ্বসেরা এই অলরাউন্ডারের।

ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) পুলিশ বিভাগের আপত্তিতে শেষ পর্যন্ত কোন দলই ডাকেনি সাকিবকে।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম জানায়, নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর সাকিবকে নিতে আগ্রহ দেখিয়েছিল বিগ ব্যাশের একটি দল। কিন্তু সিএ’র নৈতিক পুলিশ বিভাগের আপত্তিতে শেষ পর্যন্ত সেটি আর হয়নি। অনৈতিক কর্মকাণ্ডের কারণে শাস্তির কারণে তাদের খেলার ব্যাপারে সিএ’র নৈতিক পুলিশ বিভাগ সাধারণত অনুমতি দেয় না।

এর আগে সাকিব মেলবোর্ন রেনেগেডস ও অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে বিগ ব্যাশে খেলেছেন। আগামী ১০ ডিসেম্বর থেকে শুরু হবে এই টুর্নামেন্ট।