বিকাশ প্রতারণা চক্রের ২জন সদস্য আটক

নিউজ ডেস্কঃ সাভারের আশুলিয়ায় বিকাশ প্রতারণা চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ মেহেদী হাসান এ তথ্য জানান।
আটকরা হলেন- মাগুরার শ্রীপুর থানার মহেশপুর গ্রামের তমিজ উদ্দিনের ছেলে আসাদ (২৫) ও একই এলাকার বাদশা মিয়ার ছেলে মোমিন (২৭)। বর্তমানে তারা দু’জনই আশুলিয়ার নরসিংহপুরে ভাড়া বাসায় বসবাস করেন।

এসআই মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিকে বুধবার (২ অক্টোবর) দিনগত রাতে আশুলিয়ার মধ্য গাজীরচট এলাকা থেকে ওই দু’জনকে আটক করা হয়। তারা বিকাশ এজেন্টদের লেনদেনের তথ্য সংগ্রহ করে দেশের বিভিন্ন প্রান্তের সহজ-সরল মানুষের কাছ থেকে মোবাইল ফোনের মাধ্যমে নিজেদের বিকাশ হেড অফিসের কর্মকর্তা পরিচয় দিয়ে কৌশলে তাদের বিকাশ পিন কোড জেনে নিতেন। পরে বিকাশ অ্যাপস ব্যবহার করে তাদের অ্যাকাউন্ট থেকে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিতেন।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ মেহেদি হাসান বলেন, আটকদের নামে থানায় মামলা দায়ের করা হয়েছে। দুপুরে তাদের আদালতে পাঠানো হবে।