বিএনপির কর্মসূচিতে হামলার অভিযোগ রিজভীর

জ্যেষ্ঠ প্রতিবেদক : ৫ জানুয়ারি সমাবেশ করতে না দেওয়ার পরিপ্রেক্ষিতে দেশব্যাপী ডাকা বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হামলা ও বাধা দিয়েছে বলে অভিযোগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করে তিনি।

রুহুল কবির রিজভী বলেন, ‘সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে আইন প্রয়োগকারী সংস্থাগুলো বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে হামলা চালিয়েছে এবং ব্যাপক বাধা দিয়েছে। শনিবার থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় পুলিশ বিএনপি নেতা-কর্মীদের বাড়িতে বাড়িতে হানা দেয় এবং বেশ কিছু নেতা-কর্মীকে গ্রেপ্তার করে। এমনকি নেতা-কর্মীদের না পেয়ে পুলিশ নারী ও শিশুদের সঙ্গে অশালীন আচরণ করে।’

তিনি বলেন, ‘বর্তমান সরকার নিজেদের লোক দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে এমনভাবে তৈরি করেছে, যারা অরাজকতা, বিশৃঙ্খলা, হামলা, গুম, বিচারবহির্ভূত হত্যা, হিংসা ও হত্যায় আগ্রহী। যার কারণে পুলিশ অন্যায়ভাবে বিরোধী দলের কর্মসূচিকে রক্তাক্ত করলেও তাদেরকে জবাবদিহি করতে হয় না, বরং তাদের প্রমোশন, গুরুত্বপূর্ণ পোস্টিং দিয়ে পুরস্কৃত করা হয়।’

সরকার জনসমর্থনহীনভাবে শাসনের পথকে সুগম করতেই পুলিশকে লাগামহীন উৎপীড়নের লাইসেন্স দিয়েছে বলে মন্তব্য করেন বিএনপির এই জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব।

রুহুল কবির রিজভী দাবি করেন, রাজধানীতে বিক্ষোভ মিছিল করার সময় বিএনপিকর্মী সাজ্জাদুল হাসান, মো. সুমন ও ক্ষিতিষ চন্দ্র দাসসহ পাঁচজনের বেশি নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। কামরাঙ্গিরচর থানা বিএনপির মিছিলে পুলিশ ও শাসকদলের নেতা-কর্মীরা হামলা চালিয়ে সাতজনের বেশি নেতা-কর্মীকে আহত করে। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে বিএনপির নেতা-কর্মীদের ওপর একইভাবে হামলা হয়েছে।

নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং তাদের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান রুহুল কবির রিজভী।

সরকার বিএনপির কর্মসূচির কথা শুনলেই কেঁপে ওঠে, মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, ‘জনগণই তাদের মূল আতঙ্ক। জনবিচ্ছিন্ন হওয়ার কারণে জনগণকে তাদের এতো ভয়। বিরোধী দলের গণতান্ত্রিক অধিকার এবং সভা-সমাবেশের ওপর হামলা ও বাধা দেওয়ার ঘটনায় তারা জনগণের কাছে ক্রমাগত নিন্দিত ও ধিকৃত হচ্ছে।’

৬ বছর আগে সীমান্তে ফেলানীকে হত্যার ঘটনা স্মরণ করে রুহুল কবির রিজভী বলেন, ‘কিশোরী ফেলানীকে হত্যা করে কাঁটাতারে ঝুলিয়ে রাখার নির্মম দৃশ্য বাংলাদেশসহ বিশ্ববাসীকে কাঁদিয়েছে। মনে হয়েছে, বাংলাদেশটাই যেন কাঁটাতারে ঝুলছে। ফেলানীর হত্যাকারীদের ভারতে কোনো বিচারই হয়নি।’

তিনি আরো বলেন, ‘ফেলানীকে হত্যা করে কাঁটাতারে ঝুলিয়ে রাখার ঘটনায় যে ক্ষোভের সৃষ্টি হয়েছে, সেটিকে ধামাচাপা দেওয়ার জন্য বাংলাদেশের ক্ষমতাসীন মহলও চেষ্টা করেছে শুধুমাত্র প্রভুদেরকে খুশি করার জন্য। প্রতিদিনই ভারত-বাংলাদেশ সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যা করা হচ্ছে। নতজানু ও প্রভুভক্ত এই সরকার প্রতিরোধ তো দুরে থাক প্রতিবাদের ভাষাও হারিয়ে ফেলেছে।’