বায়ু দূষণে ঢাকাকেও ছাড়িয়েছে সাভার-ময়মনসিংহ

বায়ু দূষণে এবার ঢাকাকেও ছাড়াল সাভার ও ময়মনসিংহের ত্রিশাল। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) এ বুধবার (১১ নভেম্বর) সকালে বাংলাদেশের মধ্যে বায়ু দূষণের পরিমাণ সবচেয়ে বেশি ছিল সাভার ও ময়মনসিংহের ত্রিশালে।

সকাল ৯টায় এ দুই জায়গায় দূষণের পরিমাণ ছিল ১৭৩ পিএম ২.৫। এই মাত্রার বায়ু দূষণকে অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়।

একই সময়ে মানিকগঞ্জে বায়ু দূষণের পরিমাণ ছিল ১৫৬ পিএম ২.৫, শ্রীপুরে ১৪৩, ঢাকায় ১২১, কুমিল্লায় ৩৭ ও নারায়ণগঞ্জে ৩৭। আর সেই সময় ঢাকা মহানগরীর মধ্যে বায়ু দূষণের পরিমাণ ছিল বিটোপিতে ১৪৯ পিএম ২.৫, ওহাব বারিধারায় ১২৩ পিএম ২.৫, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১১১, ঢাকার ইউএস অ্যাম্বাসিতে ১০৭, বে’স এডজওয়াটারে ৯৩ ও বিটোপি গ্রুপ-মিসামি গার্মেন্টস এলাকায় ৬৯।