বায়ুদূষণঃ দিল্লিতে জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি

বায়ুদূষণের কারণে প্রতিদিনই অসুস্থ হয়ে পড়ছেন ভারতের রাজধানী নয়াদিল্লির অনেকে। কয়েক দিনের তুলনায় দূষণের মাত্রা কিছুটা বাড়ায় জারি রয়েছে জরুরি স্বাস্থ্য সতর্কতা।

তীব্র বায়ু দুষণের কারণে দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে চলতে হচ্ছে। এমন প্রেক্ষাপটে বায়ুদূষণ রোধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি দিল্লির বাসিন্দাদের।

সম্প্রতি জো বাইডেনের সঙ্গে বিতর্কে অংশ নিয়ে ভারতের বায়ু দূষণ নিয়ে বিরূপ মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প। তার ওই বক্তব্য নিয়ে চটেছিলেন ভারতীয়রা। তবে দিল্লির বায়ুর দূষণের বাস্তব চিত্র ট্রাম্পের বক্তব্যের কোনো অংশেই কম নয়।

শীত বাড়ার সাথে সাথে মারাত্মক আকার ধারণ করছে নয়াদিল্লির বায়ু দূষণ। বাতাসের মান এমনই খারাপ যে, শহরটির অনেক বাসিন্দার মতে, মাত্র ২শ’ মিটার দূরের কিছুও দেখা যায় না দূষণের কারণে।

‘দিল্লি দিনদিন বসবাসের অনুপযোগী হয়ে যাচ্ছে। শীতকালে খর, শুকনো জমি পোড়ায় কৃষকরা। এতে পরিস্থিতি আরও খারাপ হয়। ’