বাড়ি বসে সহজে পেডিকিওর করার উপায়

পায়ের যত্নে পেডিকিওর করে থাকি অনেকেই। কিন্তু যেকোনো পার্লারে পেডিকিওর করাতে গেলে সেটি আপনার জন্য বেশ ব্যয়বহুল হবে। তাই সহজেই ঘরে বসে পেডিকিওর করার নিয়ম জেনে নিন-

প্রথমে নখ কেটে নিন। নেইল পলিশ দেওয়া থাকলে তা ভালোভাবে তুলে নিন। তবে নখ কাটার সময় খেয়াল রাখতে হবে যেন কোণা খুব বেশি কাটা না হয়। নখের আকার সুন্দর রাখতে ‘নেইল ফাইল’ ব্যবহার করুন। এবার একটা পাত্রে কুসুম গরম পানিতে এক টেবিল চামচ শ্যাম্পু, গোলাপ জল ও কয়েক ফোঁটা টি-ট্রি তেল মিশিয়ে পায়ের গোড়ালি পর্যন্ত চুবিয়ে নিন। ১৫ মিনিট পর পা তুলে আঙুল ও পায়ের তলা ফুট ফাইল বা পিউমিক পাথর দিয়ে স্ক্রাব করে নিন।এবার একটি লেবু অর্ধেক করে কেটে এক চিমটি লবণ দিয়ে ঘষলে পা উজ্জ্বল হবে। এবার পরিষ্কার পানিতে পা ধুয়ে মুছে নিন। এরপর পায়ে মইশ্চারাইজার ব্যবহার করুন। নারিশিং ওয়েল বা ক্রিমও ব্যবহার করতে পারেন।