বাড়ছে কর্মস্থল মুখী মানুষের ভিড়

এম এ হান্নান,বরিশাল :
বরিশাল নৌ-বন্দরে কর্মস্থলমুখী মানুষের উপচে পড়া ভিড়। কোরবানির ঈদের তৃতিয় দিন গতকাল শুক্রবার দুপুর থেকেই বরিশাল নৌ-বন্দরে এসব মানুষের আনাগোনা বাড়তে থাকে। বিকেল নাগাদ এ ভিড় কয়েকগুণ বেড়ে যায়। আগে থেকেই নদীপথে যাত্রীদের নিরাপদে রাজধানীতে পৌঁছে দেওয়ার লক্ষে ডজন খানেক নৌ-যান ঘাটে নোঙর করে রয়েছে। দুপুর গড়িয়ে বিকেল হতে না হতেই বহু লে র ডেকের জায়গা ভরে গেছে যাত্রীদের উপস্থিতিতে। গতকাল শুক্রবার বরিশাল নৌ বন্দর থেকে ঢাকার উদ্দেশে সুরভী ৮, ৯, টিপু ৭, পারাবত ৯, ১০, ১১, ১২, সুন্দরবন ৭, ১০, ফারহান-৮, কীর্তনখোলা-১,২, দীপরাজ, কালাম খানসহ ১৪ টি ল বরিশাল নৌ-বন্দর ছেড়ে যায়। এছাড়া সরকারি ১টি জাহাজ ঢাকার উদ্দেশে যাত্রী নিয়ে বিকেল ৫ টায় বরিশাল ঘাট ত্যাগ করে। ঝালকাঠি থেকে ছেড়ে আসা ২ টি ল ও এ ঘাট থেকে যাত্রী নিয়ে বরিশাল ত্যাগ করে। অপরদিকে, যাত্রীদের নিরাপত্তার লক্ষে নৌ-বন্দরের প্রবেশদ্বার গুলোতে নিরাপত্তা চেকপোস্ট বসানো হয়েছে। নৌ-বন্দরের সামনের সব সড়কে যানবাহন চলাচল ওয়ান ওয়ে করা হয়েছে। টার্মিনাল জুড়ে নৌ-পুলিশ, মেট্রো পুলিশ, আর্মড ব্যাটেলিয়ান পুলিশ, কোস্টগার্ড, আনসার বাহিনীর সদস্যদের উপস্থিতিতে টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি নদীতে নৌ-পুলিশের সদস্যরা টহল দিচ্ছে। এছাড়া কোনো ল অতিরিক্ত যাত্রী বহন করতে না পারে সে লক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট, নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের কর্মকর্তারা নজরদারি রাখছেন। পাশাপাশি যাত্রীদের দুর্ভোগ লাঘবে কাজ করছে বন্দর কর্তৃপক্ষ। যাত্রীদের দিক নির্দেশনায় স্কাউট, মেরিন কলেজের শিক্ষার্থীরা বন্দর এলাকায় তাদের কাজ করছে। এছাড়াও মেডিকেল টিম ও ফায়ার সার্ভিসের সদস্যদেরও টার্মিনাল এলাকায় সক্রিয় অবস্থানে দেখা গেছে। বরিশাল নৌ-বন্দরে লে র যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদের ছুটির পর বৃহস্পতিবার অনেকেই ছুটি নিয়ে এসেছেন। এর ফলে, শুক্র ও শনিবার দুইদিনের ছুটিও পেয়ে গেছেন তারা। কিন্তু শনিবার অনেকেই টিকেট ও জায়গা না পাওয়ার শঙ্কায় শুক্রবার চলে যাচ্ছেন। শনিবার রাজধানীমুখী মানুষের ভিড় বাড়তে পারে বিধায় আগে থেকেই বরিশাল থেকে বাড়তি ল রাখা হয়েছে বলে জানিয়েছেন সুন্দরবন লে র কাউন্টারের দায়িত্বে থাকা জাকির হোসেন। পাশাপাশি ঢাকামুখী ল গুলোতে শুক্র ও শনিবার ভিআইপিসহ কেবিন বা সোফা খালি না থাকার বিষয়টি জানিয়েছে ল মালিকপক্ষ। বনৌ বন্দর কর্মকর্তা মোস্তারহমান জানান, গতকাল প্রায় অর্ধলাখ মানুষ বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে বরিশাল ত্যাগ করেছে ল যোগে। কেউ অক্ত যাত্রী বহন কর‌তে পারে‌নি।