বালিয়াডাঙ্গীর দুওসুও ইউনিয়নে মনোনয়ন চাচ্ছেন আওয়ামী লীগের ৯ নেতা

রফিকুল ইসলাম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার আগেই ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বেশ জমে উঠেছে নির্বাচনী আমেজ। চায়ের দোকান থেকে শুরু করে পাড়া গ্রাম গঞ্জে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা ।কে হচ্ছেন চেয়ারম্যান প্রার্থী কে চাইছেন দলীয় মনোনয়ন আর কে চাইছেন বিরোধীদলীয় বিএনপি থেকে মনোনয়ন সেই সাথে অনেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার জন্য এলাকায় অনেকেই প্রচারণার কাজে প্রাণপণ প্রচেষ্টা চালাচ্ছেন।অনেকেই এখনও নাম প্রকাশ করেননি তবে প্রার্থী হওয়ার চিন্তা ভাবনা সকলের মনেই রয়েছেন ।

এসব নিয়ে ক্রাইম পেট্রোল বিডি ঠাকুরগাঁও আপনাদের জানাচ্ছে নির্বাচনী খবর।ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ থেকে প্রায় চার কিলোমিটার দূরে অবস্থিত ইউনিয়ন পরিষদ নয়টি ওয়াড নিয়ে গঠিত এই ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থী হবেন সম্ভাব্য এমন একজনের নাম পেয়েছেন ক্রাইম পেট্রোল বিডি ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি জনাব রফিকুল ইসলাম।ক্ষমতাসীন দল আওয়ামী লীগ থেকে দলের কাছে মনোনয়ন চাইবেন ৯ জন এবং বিরোধী দল বিএনপি থেকে দুইজন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন দুইজন।

আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইবেন দুওসুও ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুস সালাম তিনি গেলবারের আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছিলেন এবারেও দলের কাছে মনোনয়ন চাইবেন এমন প্রত্যাশা করেন তিনি ।তবে দায়িত্ব পালন করা কালীন সময়ে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠায় অনেক ইমেজ সংকটে ভুগছেন তিনি ।দল থেকে মনোনয়ন চাইবেন বর্তমান চেয়ারম্যান আবদুস সালামের আপন ভাই মোঃ আক্তার হোসেন তিনি দুওসুও ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ।

উক্ত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোখলেসুর রহমান চৌধুরী তিনি দীর্ঘদিন ধরে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন তার বিশ্বাস দীর্ঘ পাঁচ বছরে চেয়ারম্যান নির্বাচিত হয়ে মানুষের পাশে ছিলেন ।দল থেকে মনোনয়ন দিলে পুনরায় মানুষের পাশে থাকবে ভোটারদের।আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন আশরাফুল আলম তিনি বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করছেন তার বাবা এহেসান আলী দুওসুও ইউনিয়নের ইউপি সদস্য ছিলেন ।

উপজেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুজিবুর রহমান তিনি ইউনিয়নের ইউপি সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন বলে ক্রাইম পেট্রোল বিডিনিউজের জেলা প্রতিনিধি জনাব রফিকুল ইসলামকে জানিয়েছেন।সাবেক ছাত্রনেতা প্রভাষক সোহেল রানা তিনি বর্তমানে বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন পাশাপাশি তিনি লাহিড়ী ডিগ্রী কলেজের প্রভাষক।তিনিও আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইবেন বলে জানিয়েছেন ক্রাইম পেট্রোল বিডি ঠাকুরগাওকে। এদিকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী উক্ত ইউনিয়নের বর্তমান ইউপি সদস্য মসিউর রহমান ইউনিয়ন আওয়ামী লীগের কাউন্সিলে তিনিই সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছিলেন এ ছাড়া তিনি এই ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক দায়িত্ব পালন করছেন।

এছাড়াও দুওসুও ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শামীম আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন বলে জানা গেছে বিএনপি থেকে মনোনয়ন চাইবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন চাইবেন ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম তিনি দলীয় মনোনয়ন পেয়ে ধানের শীষ প্রতীক নিয়ে গেলবাড়ে নির্বাচন করে পরাজিত হয়েছিলেন।এছাড়া সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা এমদাদুর রহমান এমপি মনোনয়ন পেয়ে নির্বাচনে অংশ নেওয়ার মত প্রকাশ করেছেন ক্রাইম পেট্রোল ঠাকুরগাঁও এর কাছে।দোষী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার কথা ক্রাইম পেট্রোল বিডি ঠাকুরগাওকে জানিয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠন স্বাধীন সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা ।

সভাপতি মোহাম্মদ উল্লাহ রায়হান দুলু এছাড়াও তিনি বাংলাদেশ খাদ্য ও চিনি শিল্প কর্পোরেশন এর অধীনে ঠাকুরগাঁও সুগার মিলের স্বাতজন বালিয়াডাঙ্গী ।সুগার মিলের ইনচার্জ এর দায়িত্ব পালন করছেন।এদিকে উক্ত  ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার কথা ক্রাইম পেট্রোল বিডিকে জানিয়েছেন ।আশরাফুল ইসলাম চৌধুরী তিনি বর্তমান মধুপুর নয়াদিঘী এম রফিক আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী ক্রাইম পেট্রোল ঠাকুরগাঁও কে জানান দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ ক্ষমতায় আছে এজন্য দলের মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা বাড়ায় স্বাভাবিক বিষয় তবে জেলা ও উপজেলা কমিটি ক্লিন ইমেজের প্রার্থীকে মনোনয়ন দেয়ার সুপারিশ প্রদান করা হবে বলে জানিয়েছেন তিনি আরও বলেন দল থেকে মনোনীত ব্যক্তি কে জয়ী করতে সকল নেতাকর্মীদের সহযোগিতা করতে হবে। আওয়ামী লীগ থেকে প্রত্যাশী। ও বিরোধী দল বি এনপির প্রত্যাশী স্বতন্ত্র সহ সকলের ছবি দেওয়া হল।