বার্সেলোনায় দুর্দান্ত পাঁচটি বছর কাটিয়েছেন রোনালদিনহো

ক্রীড়া ডেস্ক : দুটি লা লিগা, চ্যাম্পিয়নস লিগ শিরোপা একটি- বার্সেলোনায় দুর্দান্ত পাঁচটি বছর কাটিয়েছেন রোনালদিনহো। ব্রাজিলিয়ান গ্রেট ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছিলেন ন্যু ক্যাম্পে খেলার সময়েই। সেই রোনালদিনহো আবার বার্সেলোনার জার্সিতে মাঠে নামছেন। তাও আবার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে।

ঠিকই পড়ছেন পাঠক। রোনালদিনহো সত্যিই আবার বার্সেলোনার জার্সিতে মাঠে ফিরছেন, তবে প্রতিযোগিতামূলক কোনো ম্যাচে নয়। বার্সেলোনা লিজেন্ডসের হয়ে রিয়াল মাদ্রিদ লিজেন্ডস দলের বিপক্ষে খেলবেন। লেবাননের বৈরুতে দুই দলের প্রদর্শনী ম্যাচটি হবে আগামী ২৮ এপ্রিল। গত ফেব্রুয়ারিতে ক্লাবের শুভেচ্ছাদূত হওয়ার পর বার্সেলোনা লিজেন্ডসের হয়ে এটাই হতে যাচ্ছে রোনালদিনহোর প্রথম ম্যাচ।

৩৬ বছর বয়সি রোনালদিনহো ছাড়া এই ম্যাচে আর কে কে খেলবেন, সেটি এখনো জানা যায়নি। তবে বার্সেলোনা লিজেন্ডসের কোচ হিসেবে থাকতে পারেন ক্লাবের প্রাক্তন মিডফিল্ডার হোসে মারিয়া বাকেরো। এই ম্যাচের পর ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তিদের বিপক্ষেও দুটি ম্যাচ খেলবেন রোনালদিনহোরা। ন্যু ক্যাম্পে প্রথম ম্যাচটি হবে ৩০ জুন, আর ওল্ড ট্র্যাফোর্ডে ফিরতি ম্যাচ ২ সেপ্টেম্বর।

২০০৩ সালে পিএসজি থেকে বার্সেলোনায় যোগ দেওয়ার পর দুর্দান্ত পাঁচটি বছর কাটান রোনালদিনহো। প্রাক্তন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ২০০৮ সালে এসি মিলানে যোগ দেওয়ার আগে বার্সার হয়ে ২০৭ ম্যাচে ৯৪টি গোল করেন। ২০০৬ সালে জেতেন চ্যাম্পিয়নস লিগ শিরোপা। বার্সায় থাকার সময়ে তিনি দুবার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারও জেতেন।

তথ্যসূত্র : মেইল অনলাইন।