বার্সায় ফিরছেন এরিক আবিদাল

ক্রীড়া ডেস্ক : ২০০৭ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত বার্সেলোনার হয়ে খেলেছেন ফরাসি ফুটবলার এরিক আবিদাল। বার্সেলোনা ছেড়ে যাওয়ার পর মোনাকো ও অলিম্পিয়াকোসের হয়ে খেলেছেন আর এক বছর। বার্সার ফরাসি এই তারকাকে আবার ফিরিয়ে আনা হচ্ছে কাতালানে। তবে খেলোয়াড় হিসেবে নয়- অ্যাম্বাসেডর হিসেবে।

বার্সেলোনা তাদের গ্রীষ্ম মৌসুমে প্রথম দলে ভেড়াচ্ছেন আবিদালকে। ক্লাবের অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবেন তিনি। তার আগে বার্সেলোনার লিজেন্ড স্কিমে যোগ দিয়েছেন ব্রাজিলের রোনালদিনহো ও রিভালদো। তারা বার্সেলোনা ফাউন্ডেশনের হয়ে কাজ করবেন।

আবিদাল ফ্রান্সের হয়ে ২০০৪ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত ৬৭টি ম্যাচ খেলেছেন।

২০১১ সালে আবিদালের ফুসফুসে একটি টিউমার ধরা পরে। এরপর সেটি ক্যান্সারে রূপ নেয়। ২০১২ সালের মার্চে তার ফুসফুস প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। ১০ এপ্রিল তার ফুসফুস প্রতিস্থাপন করা হয়। এরপর থেকে তিনি সুস্থ্য আছেন।