বান্দরবানে সড়কের ওপর পাহাড় ধসে মাটি চাপায় একজন নিহত ও দুইজন নিখোঁজ

বান্দরবান প্রতিনিধি : জেলার রুমা উপজেলার দলিয়ান পাড়া এলাকায় সড়কের ওপর পাহাড় ধসে মাটি চাপায় একজন নিহত ও দুইজন নিখোঁজ রয়েছেন।

নিহতের নাম চিংমেহ্লা মারমা (১৯)। নিখোঁজ ব্যক্তিরা হলেন সিংমেচিং (১৭) ও মুন্নি বড়ুয়া (৩৫)। মুন্নি পরিবার পরিকল্পনা কর্মকর্তা।

ঘটনার শুরুতে সাতজন নিখোঁজ ছিল। পরে চারজনকে আহত অবস্থায় ও একজনের লাশ উদ্ধার করা হয়।এখনো দুইজন নিখোঁজ রয়েছে।

রোববার ‍সকাল ৯টার দিকে রুমা থেকে সড়ক পথে পায়ে হেঁটে বান্দরবান সদরে যাওয়ার সময় পাহাড় ধসের এই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে রুমা স্বাস্থ্য কমপ্লেক্স ও বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে ঘটনার পর জেলার দমকল বাহিনীর সদস্য, সেনা সদস্য ও রেডক্রিসেন্ট সদস্যরা উদ্ধার অভিযান চালাচ্ছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে ঘটনার পর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি, জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় ঘটনাস্থল পরিদর্শন করেন।

বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিক উল্লাহ বলেন, এই ঘটনায় দুইজন নিখোঁজ আছে। উদ্ধার অভিযান শেষ হলে বিস্তারিত জানানো যাবে।