বাজারে পরোটা মাস্ক!

পরোটা মাস্ক

বাজারে পরোটা মাস্ক! বিশ্বেজুড়ে মহামারি করোনা আসার পর থেকে সকলকে মাস্ক পড়ার ঘোষণা দিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তার পর দেখে মানুষ দেখেছে নানা ধরনের মাস্ক। স্বর্ণের মাস্ক পর এবার আসল পরোটা মাস্ক। পরোটা সাধারণ গোলকার, ত্রিকোণ বা চার কোণ হয়ে থাকে। কিন্তু এবার দেখা গেল মাস্ক পরোটা। খবর এই সময়।

ঘটনাটি ভারতের তামিলনাড়ুর মাদুরাইতে টেম্পল সিটি নামে একটি রেস্তোরাঁয় প্রথম মাস্ক পরোটা বানায়। তাদের দেখাদেখি এখন ভারতের বিভিন্ন স্থান এই পরোটা বানানো শুরু হয়ে গেছে।

এই পরোটা আবিষ্কার করেন এস সতীশ নামের এক মাস্টার এই পরোটা বানিয়েছেন। এই পরোটার ছবি সামাজিক যোগাযোগ মূর্হতেই ভাইরাল হয়ে যায়।