বাগেরহাটে ৭৩৭ পরিবার পেল নগদ সহায়তা

বাগেরহাটে ৭৩৭ পরিবারকে দেয়া হচ্ছে ৫ হাজার করে নগদ অর্থ। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে বাগেরহাটে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে করোনা ভাইরাস মহামারি প্রতিরোধে প্রান্তিক জনগোষ্ঠির জীবিকা নির্বাহের জন্য এই নগদ অর্থ সহায়তা কর্মসুচির উদ্বোধন করেন বাগেরহাট জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।

দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তরের বাস্তবায়নে এসডিসি প্রকল্পের সহযোগিতায় এসময় সামাজিক দুরত্ব মেনে ১৩২ জনকে অর্থ সহায়তা দেয়া হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাগেরহাট পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম, বেসরকারী উন্নয়ন সংস্থা রুপান্তরের নির্বাহী পরিচালক স্বপন গুহ, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, প্রোগ্রাম কো অডিনেটর ফারুক আহম্মেদ, প্রোগ্রাম অফিসার তছলিম আহমেদ টংকারসহ আরও অনেকে। ঈদের আগে সকল পরিবারের মাঝে এই অর্থ পৌঁছে দেয়া হবে।

আয়োজকরা জানান, করোনা পরিস্থিতিতে কর্মহারা প্রান্তিক জনগোষ্ঠী হিজড়া সম্প্রদায়, পরিছন্নতাকর্মী, ঋষি, অসহায়, বিধবা, স্বামী পরিত্যক্তা, শিশু প্রধান পরিবার, নারী প্রধান দুস্থ পরিবারগুলোকে আর্থিক সহায়তা দেয়া হচ্ছে। বক্তারা এসময় বর্তমান পরিস্থিতিতে এধরনে উদ্যোগকে স্বাগত জানান।