বাগেরহাটে স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে সুবর্ণ জয়ন্তী মেলা উদ্বোধন

জেলা প্রতিনিধি, বাগেরহাট: বাগেরহাটে স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে সুবর্ণ জয়ন্তী মেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার (৭ মার্চ) বিকেল ৫টায় বাগেরহাট শহরের শালতলাস্থ জেলা পরিষদ অডিটোরিয়াম চত্বরে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আ.ন.ম ফয়জুল হক।

এসময় বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেব প্রসাদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক খন্দোকার মোহাম্মাদ রিজাউল করিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোছাব্বেরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শওকত হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মির ফজলে সাঈদ ডাবলু সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

৭ মার্চ বিকেলে শুরু হওয়া এই বই মেলা ২৬ মার্চ সন্ধ্যায় শেষ হবে। স্বাস্থ্যবিধি মেনে প্রতিদিন এই মেলা থেকে কেনাকাটা করা যাবে। মেলায় ৫০ টি স্টলে বিভিন্ন ধরনের পন্যসামগ্রী ও শিশুদের জন্য বিনোদন এর জন্য বিভিন্ন রাইডস এর ব্যবস্থা রয়েছে। এছাড়া মেলা উপলক্ষে প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হবে।