বাকি আর তিন দিন

নিজস্ব প্রতিবেদক : ঈদের বাকি আর তিন দিন। প্রিয়জনের সঙ্গে ঈদ করতে ঢাকা ছাড়ছে মানুষ।

বৃহস্পতিবার বিকেল থেকেই ঢাকা ছাড়ছে মানুষ। তবে শুক্রবার সকাল থেকে যাত্রীদের চাপ বেড়ে যায় বলে জানায় স্টেশন কর্তৃপক্ষ।

পরিবার নিয়ে সিলেটে গ্রামে বাড়ি যাবেন শরাফত আলী। তিনি বলেন, বৃহস্পতিবার অফিস ছুটি হয়েছে। আগেই টিকিট সংগ্রহ ছিল। এখন ঝামেলা ছাড়া বাড়িতে পৌঁছাতে পারলে হয়।

চট্টলা এক্সপ্রেসের যাত্রী সাইফুল ইসলাম বলেন, ট্রেন ছাড়ার অনেক আগেই এসে বসে আছি। কারণ হুড়োহুড়ি করে লোকজন উঠে যায়, এ কারণে নিজের সিটটা পাওয়া কঠিন হয়ে পড়ে।

কমলাপুর স্টেশনে গিয়ে দেখা গেছে, ঘরমুখো মানুষের ভিড়। কেউ পরিবার নিয়ে আবার কেউ একাই আসছেন এক বা একাধিক ব্যাগ নিয়ে। ভিড়ে মধ্যে কষ্ট হলেও বাড়ি যাওয়ার আনন্দ সবার চোখেমুখে। এদিকে প্রধান ফটকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন সন্দেভাজনদের তল্লাশি করছেন।

স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্তী বলেন, ‘এবার যাত্রী সেবা দিতে ট্রেনের সংখ্যা ও বগি বাড়ানো হয়েছে। আশা করছি যাত্রীরা নিরাপদে বাড়ি ফিরতে পারবেন। ঈদ উপলক্ষে বৃহস্পতিবার থেকে যাত্রী সেবা শুরু হয়েছে। সময়মতো যাতে ট্রেনগুলো স্টেশন ছেড়ে যেতে পারে সেই চেষ্টাই করা হচ্ছে।

কমলাপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মজিদ বলেন, রেলপথে যাত্রীদের নিরাপত্তা দিতে পুলিশ দায়িত্ব পালন করছে।