বাউফল থানায় বঙ্গবন্ধুর ভাষন নিয়ে পুলিশের আলোচনা সভা

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি ঃ পটুয়াখালী জেলার বাউফল থানায় বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষন ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তি নিয়ে আলোচনা সভা ও কেক কেটে আনন্দ উদযাপন করা হয়েছে। রবিবার বিকালে বাউফল পুলিশ থানা ভবন মাঠে এর আয়োজন করে।

ওসি খন্দকার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন, মরিয়ম বেগম নিশু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল আলম মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার মো: মুকিত হোসেন ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতালেব হাওলাদার। সভায় বক্তরা বলেন, আমেরিকার রাস্ট্রদূত কিসিঞ্জার বলেছিলেন বাংলাদেশ একটি তলাবিহীন ঝুড়ি, আসলে বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি না।

একই রাস্ট্রের পরবর্তী রাস্ট্রদূত ড্যান মজিলা বাংলাদেশে এসে বলেছিলেন বাংলাদেশটা উপচে পরা ঝুড়ি। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের উপর আ লিক শিল্পীরা গান পরিবশেন করেন।