বাউফলে বিদ্যুৎ লাইনের সংযোগ স্থাপন

কহিনুর বাউফল (পটুয়াখালী ) সংবাদদাতা ঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় করোনাকালেও থেমে নেই বিদ্যুৎ বিভাগের উন্নয়ন কর্মকান্ড। উপজেলার ৯নং নাজিরপুর ইউনিয়নের তেতুলিয়া নদীর তীরের ধানদী ও ছোট ডালিমা গ্রামের ১০৮ ঘরে পৌঁছে গেছে বিদ্যুতের আলো।

২৪জুলাই শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ধানদী ও ছোট ডালিমা গ্রামে ওই বিদ্যুৎ লাইনের সংযোগ স্থাপণ করা হয়। সংযোগ স্থাপন অনুষ্ঠানে নাজিরপুর ইউপি চেয়ারম্যান ও বাউফল পৌর আওয়ামীলীগ সভাপতি ইব্রাহিম ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মোসারেফ হোসেন খাঁন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) এ.কে.এম আজাদ,বাউফল উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষায়ক সম্পাদক আমির হোসেন ব্যাপারী, ইউপি সদস্য আ: লতিফ মোল্লা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ধানদী ও ছোট ডালিমা গ্রামের ২কিলো মিটার বিদ্যুৎ সংযোগ লাইন স্থাপনে সরকারের ব্যয় হয়েছে ৬৫লাখ টাকা। এতে ১০৮টি পরিবার বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে।