মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন

বাইডেনের হাতে নিরাপদ নয় যুক্তরাষ্ট্রঃ ট্রাম্প

ট্রাম্প

মার্কিন নির্বাচনে ডেমোক্রেট দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেনের হাতে নিরাপদ নয় যুক্তরাষ্ট্র বলে মন্তব্য করেছেন রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প ।

শুক্রবার নিউইয়র্ক পুলিশ ভেনেভোলেন্ট অ্যাসোসিয়েশন আয়োজিত সভায় তিনি বলেন, বাইডেনের আমেরিকায় কেউ নিরাপদে থাকবে না। বাইডেন থেকে ক্যালিফোর্নিয়ার সিনেটর কমলা হ্যারিস আরো একধাপ ভয়ংকর।

তিনি বলেন, ‘যদি জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হন, তাহলে তিনি যুক্তরাষ্ট্রের প্রতিটি পুলিশকে অকার্যকরে তাৎক্ষণিকভাবে আইন পাস করবেন। সম্ভবত বাইডেন থেকে কমলা হ্যারিস একধাপ বর্বর। তিনি ভারতীয় বংশোদ্ভূত। তবে তার থেকে অনেক বেশি ভারতীয় আমার সমর্থক।

বক্তব্যে, কমলাকে পুলিশবিরোধী বলে তীব্র কটাক্ষ করেন ট্রাম্প। বলেন, বামপন্থীদের পুলিশবিরোধী যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন কমলা এবং বাইডেন।

সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন সম্পর্কে ট্রাম্প আরো বলেন, এই লোকটি আপনাদের মর্যাদা এবং সম্মান কেড়ে নিচ্ছে। কেউই বাইডেনের যুক্তরাষ্ট্রে নিরাপদ থাকতে পারবেন না। ৩ নভেম্বর অবশ্যই আপনারা নিজেদের অধিকার সমন্নুত রাখবেন।

ফক্স নিউজ জানায়, সম্প্রতি অব্যাহতভাবে বাইডেনের বিরুদ্ধে পুলিশ বাহিনীকে অসম্মানের অভিযোগ তুলে সমালোচনা করছেন ট্রাম্প।

শুক্রবার পুলিশ বেনেভোলেন্ট অ্যাসোসিয়েশন অব দি সিটি অব নিউইয়র্ক- এনওয়াইসিপিবিএ ট্রাম্পের পুনর্নির্বাচন প্রচারণার আয়োজন করে।

সাবেক নিউইয়র্ক সিটি মেয়র রুডল্ফ গিউলিয়ানি এ সভায় বক্তব্য দেন। ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল থাকাকালীন কমলা হ্যারিসের বিচারকার্য নিয়ে তীব্র সমালোচনা করেন তিনি। বলেন, তিনি চুনোপুটিদের বিচার করেছেন, রাঘববোয়ালদের ছাড় দিয়েছেন।