বাংলাদেশ সচিবালয়ে অফিস সময়ের পর অবস্থান করা যাবে না

সচিবালয় প্রতিবেদক : বাংলাদেশ সচিবালয়ে অফিস সময়ের পর অবস্থান করা যাবে না। রাতে থাকতে হলে কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।

নিরাপত্তাজনিত কারণে অফিস সময়ের পর সচিবালয়ে অবস্থানের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। রোববার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

প্রজ্ঞাপন জারির বিষয়টি নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা শরিফুল ইসলাম অপু।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা শাখা-২ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ফলে এখন থেকে অফিস সময়ের পর সরকারি কর্মকর্তা-কর্মচারী, সংবাদকর্মী, দর্শনার্থীসহ কেউই সচিবালয়ে থাকতে পারবেন না। অফিস সময়ের পরও সেখানে অবস্থান করতে হলে কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।