বাংলাদেশ-ভারত সীমান্তে ৯৫ শতাংশ হত্যার কারণ গরু চোরাচালান

নিজস্ব প্রতিবেদক :  বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বলেছেন, বাংলাদেশ-ভারত সীমান্তে ৯৫ শতাংশ হত্যার কারণ গরু চোরাচালান।

শুক্রবার সকালে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।

বিজিবির মহাপরিচালক বলেন, ‘ভারতের সঙ্গে সীমান্তে বাংলাদেশি হত্যার ৯৫ ভাগই গরু চোরাচালানের কারণে ঘটে। এর সঙ্গে মাদক ও অস্ত্র চোরাচালানের বিষয়টিও জড়িত। গরু চোরাচালান রোধ করা গেলে সীমান্তে বাংলাদেশি হত্যা কমিয়ে আনার বিষয়টি আরও কার্যকর করা সম্ভব হবে।’

তিনি জানান, সীমান্তে গুরু চোরাচালান হতে দেওয়া হবে না। এ জন্য বিজিবির পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আজিজ আহমেদ বলেন, ‘এ বছর ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ২৬ বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫৭ জন। প্রতি রাতে বিভিন্ন সীমান্ত দিয়ে নূন্যতম ১ হাজার ৫০০ গরু আসে। কিন্তু কোরবানির ঈদে ৪০০-৫০০ এর বেশি গরু আসেনি। যেসব এলাকায় কাঁটাতারের বেড়া নেই, তবে নদী আছে সেসব এলাকা দিয়ে গরু চোরাচালান বেশি হয়।’

তিনি বলেন, ‘বিজিবির কেউ চোরাচালানে জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও শাস্তির ব্যবস্থা আছে। অভিযোগ আসলে আর তা প্রমাণিত হলে বিজিবি সদস্যকে চাকরিচ্যুত করা হবে।’

এক প্রশ্নে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ২৮৩ কিলোমিটার কাঁটাতারের বেড়া দেওয়ার অনুমোদন দিয়েছেন। অর্থ পেলে মিয়ানমার-বাংলাদেশ টেকনাফ সীমান্ত থেকে কাঁটাতারের বেড়া দেওয়া শুরু হবে। ভারত তাদের ৭৯ কিলোমিটার সীমান্তে বেড়া দিয়েছে। তারা দীর্ঘদিন ধরে এ কাজ করছে।’

তিনি জানান, বিএসএফের কাছে ১ হাজার ২০০ অপরাধীর তালিকা দেওয়া হয়েছে। তাদের কীভাবে ফিরিয়ে আনা যায় তারও আলোচনা হয়েছে বিএসএফ কর্মকর্তাদের সঙ্গে।