বাংলাদেশ ভারতের সঙ্গেই থাকবে

সচিবালয় প্রতিবেদক : ভারত-পাকিস্তান মুখোমুখি। দুই দেশের সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছে। চলছে গোলাগুলি।

এ অবস্থায় ভারত আক্রান্ত হলে বাংলাদেশ ভারতের সঙ্গেই থাকবে । এ কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ের মিডিয়া সেন্টারে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘ভারত-বাংলাদেশ সম্পর্ক’ বিষয়ক সংলাপে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা, যদি যুদ্ধ বেঁধে যায় তাহলে বাংলাদেশের অবস্থান কি হবে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তুতি কী- এ বিষয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী ভারত সফরের দৃষ্টান্ত টেনে বলেন,  ‘ভারতের সাংবাদিকরা আমাকে জিজ্ঞাসা করেছিলেন, ভারত যদি কোনো অবস্থায় পড়ে তাহলে বাংলাদেশের অবস্থান কি হবে? আমি তাদের বলেছি, ভারতের সঙ্গে বাংলাদেশের চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। সৌহার্দ্য পূর্ণ পরিবেশ রয়েছে। সবখানে ভারত আমাদের সহযোগিতা করছে। ভারত যদি আক্রান্ত হয়, আমরা ভারতের সঙ্গে থাকবো এটাই তো স্বাভাবিক। ’

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন,  ‘আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করার কারণে আমরা সার্ক সম্মেলনে যাই নি। সেটাও আপনারা দেখেছেন। ’

পাকিস্তানের হুমকি প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আমাদের সঙ্গে পাকিস্তানের কোনো বর্ডার নেই। হাজার ১২শ মাইল দূরে তার অবস্থান। তাদের হুংকার তাদের হাঁক ডাকে আমাদের কিছু আসে যায় না।’

তিনি আরো বলেন, ‘১৯৭১ সালে তাদের (পাকিস্তান) পরাস্ত করে বিদায় করে দিয়েছি। তাদের কথা চিন্তাও করতে চাই না, তাদের কথা স্মরণও করতে চাই না।’

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাংলাদেশের জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করছে ভারত। জঙ্গি ও সন্ত্রাসী দমনে আমাদের প্রয়োজন অনুযায়ী তারা সবধরণের সহযোগিতা করতে প্রস্তুত। সেটা গোয়েন্দা তথ্য শেয়ার বলুন, প্রশিক্ষণ বলুন সবকিছুই তারা করছে।’

মন্ত্রী বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের জন্য আমি ভারতে গেছি। ভারত সফরে গিয়ে যেটা দেখেছি তাদের সঙ্গে আমাদের সুসম্পর্ক ঠিক ১৯৭১ সালের মতোই আছে। ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি। তারা বলেছেন, জঙ্গিবাদ–সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারত বাংলাদেশের পাশে রয়েছে। একসঙ্গে সবকিছু মোকাবেলা করবে।’

তিনি জানান, দুদেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সন্ত্রাসী বিনিময়, মাদক ও নারী শিশু পাচার রোধ, সীমান্তে হত্যা বন্ধ ও দুই দেশের অনেক অমিমাংসিত বিষয় নিয়ে ফলপ্রসু আলোচনা হয়েছে।

বিএসআরএফ সংলাপে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শ্যামল সরকার। বিএসআরএফ সেক্রেটারি সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান তথ্য কর্মকর্তা একে এম শামীম চৌধুরী।