সভাপতি ফয়েজ উল্লাহ এবং সাধারণ সম্পাদক দীপক শীল

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের নতুন সভাপতি ফয়েজ উল্লাহ এবং সাধারণ সম্পাদক পদে দীপক শীল নির্বাচিত হয়েছেন।

রোববার (২২ নভেম্বর) ৪০তম জাতীয় সম্মেলন উপলক্ষে অনুষ্ঠিত কাউন্সিল শেষে এ নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।

‘আলোকে চিনে নেয় আমার অবাধ্য সাহস’ শ্লোগানকে সামনে রেখে গত বৃহস্পতিবার বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৪০তম জাতীয় সম্মেলন
শুরু হয়। আন্দোলনরত চা ও পাটকল শ্রমিকরা দুই দিনব্যাপী এ জাতীয় সম্মেলনের উদ্বোধন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে উদ্বোধনী সমাবেশের পর বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন মিলনায়তনে দুই দিনব্যাপী কাউন্সিল অধিবেশন শুরু হয়। সারা দেশের ৪০০ কাউন্সিলর এ অধিবেশনে অংশ নেন। সবশেষ রোববার বিকেলে রাজধানীর মনি সিংহ-ফরহাদ ট্রাস্ট ভবনে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশন শেষে ৪১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিকে শপথবাক্য পাঠ করান বিদায়ী কমিটির সভাপতি মেহেদী হাসান নোবেল। শপথ শেষে মতিউল-কাদের চত্বরে পুষ্পস্তবক অর্পণ করেন নবনির্বাচিত কমিটির নেতরা।

নবনির্বাচিত সভাপতি ফয়েজ উল্লাহের আগে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টিবিজ্ঞান ইনস্টিটিউটের শিক্ষার্থী। আর সাধারণ সম্পাদক দীপক শীলের আগে ঢাকা মহানগর সংসদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সরকারি কবি নজরুল কলেজের শিক্ষার্থী ছিলেন।

নতুন কমিটির বাকিরা হলেন:- সহসভাপতি: নজির আমিন চৌধুরী জয়, জয় রায়, ফয়জুর মেহেদী, কেএম মুত্তাকী, সরোজ কান্তি, অনন্য ঈদ ই আমিন, ধীষণ প্রদীপ চাকমা ও সম্পা দাস।

সহকারী সাধারণ সম্পাদক: তামজিদ হায়দার চঞ্চল, মিখা পিরেগু ও খাইরুল হাসান জাহিন।

কোষাধ্যক্ষ:  শামীম হোসেন, দফতর সম্পাদক মাহির শাহরিয়ার রেজা

শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক: মীম আরাফাত মানব, স্কুল ছাত্রবিষয়ক সম্পাদক প্রিতম ফকির।

বিজ্ঞান, প্রযুক্তি ও আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক: ঐশ্বর্য আহমেদ।

প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক: বিএম জোবায়ের প্রধান।

সাংস্কৃতিক সম্পাদক: আসমানী আশা।

ক্রীড়া সম্পাদক:  দিদারুল ইসলাম শিশির এবং সমাজকল্যাণ ও পরিবেশবিষয়ক সম্পাদক মুনিরা দিলশাদ ইলা।

সদস্য: মেহেদী হাসান নোবেল, অনিক রায়, এবি তাহসিন, জিকে সাদিক, সাদ্দাম হোসাইন, গৌরচাঁদ ঠাকুর অপু, এনি সেন, আবু সালেহ, মোহাম্মদ সিহাব, শামীম আহসান, সৌরভ, সম্মাদার, প্রান্ত রনি, রথীন্দ্রনাথ বাপ্পী, পিনাক দেব, আবু বকর সিদ্দিক, প্রণব কুমার দেব, আবরার নাদিম ইতু, পার্থ প্রতিম সরকার ও অপু সাহা।