বাংলাদেশ ও ভারতের দুই পররাষ্ট্রমন্ত্রী ফোনালাপ

পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল মোমেনের সাথে টেলিফোনে আলোচনা করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে দুই মন্ত্রীর আলোচনায় দ্রুত যৌথ পরামর্শক কমিটির বৈঠকের সিদ্ধান্ত নেয়া হয়।

এক টুইটে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এ তথ্য জানিয়েছেন। টুইটে তিনি বলেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড.এ.কে. আবদুল মোমেনের সঙ্গে উষ্ণ আলাপ হয়েছে। খুব শিগগিরই আমাদের যৌথ পরামর্শক কমিশনের সভা আয়োজনে সম্মত হয়েছেন। আমাদের নেতৃবৃন্দের নির্ধারিত লক্ষ্যে পৌঁছাতে আমরা নিবিড়ভাবে কাজ চালিয়ে যাবো।

এর আগে গত ১৮-১৯ আগস্ট দুই দিনের সফরে ঢাকা আসেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। সেটি ছিলো করোনার মধ্যে তার প্রথম কোন দেশ সফর। সফরে করোনা ভ্যাকসিন বিষয়ে বাংলাদেশকে সহযোগিতার প্রস্তাব দেয়া হয় ভারতের পক্ষ থেকে।