বাংলাদেশের সম্ভাব্য একাদশ

ক্রীড়া ডেস্ক : দশ মাসেরও অধিক সময় পর একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলতে আজ মাঠে নামবে বাংলাদেশ।

প্রতিপক্ষ প্রথমবারের মতো বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আসা আফগানিস্তান।

মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি। যা সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও বিটিভি।

এই ম্যাচে নতুন মুখ মোসাদ্দেক হোসেন সৈকতকে দেখা যেতে পারে। সেক্ষেত্রে ইমরুল কায়েস ও মোসাদ্দেকের মধ্যে একজনকে বেছে নিতে হবে।

এক সময়ের তারকা ফিনিশার নাসির হোসেন আজ সেরা একাদশে স্থান পেতে পারেন।

ধারাবাহিকভাবে ভালো করা আল-আমিন হোসেনের পরিবর্তে প্রথম দুই ওয়ানডে ম্যাচের স্কোয়াডে আসা শফিউল ইসলাম থাকতে পারেন সেরা একাদশে। থাকতে পারেন রুবেল হোসেনও।

আর নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফেরা তাসকিন আহমেদ তো থাকছেনই। তবে তিন পেসার নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ।

তার আগে চলুন দেখে নিই আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ :
১. তামিম ইকবাল
২. সৌম্য সরকার
৩. ইমরুল কায়েস/মোসাদ্দেক হোসেন
৪. মাহমুদউল্লাহ রিয়াদ
৫. মুশফিকুর রহিম (উইকেটরক্ষক)
৬. সাকিব আল হাসান
৭. সাব্বির রহমান
৮. মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক)
৯. শফিউল ইসলাম
১০. তাইজুল ইসলাম
১১. তাসকিন আহমেদ।

আজকের পর ২৮ সেপ্টেম্বর ও ১ অক্টোবর পরের দুই ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-আফগানিস্তান।