বাংলাদেশের সব ফ্লাইট স্থগিত করলো ইতালি

বিমান

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে ইতালি যাওয়া বেশ ক’জন যাত্রীর শরীরে করোনা পজিটিভ ধরা পড়ায় বাংলাদেশ থেকে সব ধরনের ফ্লাইট বাতিল করেছে ইতালি ।

মঙ্গলবার (৭ জুলাই) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে একথা জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, সোমবার (৬ এপ্রিল) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে বাংলাদেশ থেকে ইতালির রাজধানী রোমে যাওয়া যাত্রীদের মধ্যে ‘উল্লেখযোগ্য সংখ্যকের’ করোনা ভাইরাস পজিটিভ আসে। তারপরই দেশটির সরকার বাংলাদেশ থেকে সব ধরনের ফ্লাইট এক সপ্তাহের জন্য স্থগিত করেছে।

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে প্রায় আড়াই মাস বন্ধ থাকার পর গত ১৬ জুন বাংলাদেশ থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু হয়। পরদিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে রোমে ফিরে যান ২৫৯ জন প্রবাসী। এরপর গত দুই সপ্তাহে হাজারখানেকের মতো প্রবাসী বিমানের বিশেষ ফ্লাইটে ইতালি ফিরে গেছেন।

সবশেষ গত সোমবার (৬ জুলাই) ২৭৬ জন প্রবাসী বাংলাদেশি ইতালি ফিরে যান।