বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ড আন্ডারডগ!

ক্রীড়া প্রতিবেদক : তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে শুক্রবার বাংলাদেশের মুখোমুখি হবে ইংল্যান্ড। এই ম্যাচে মাঠে নামার আগে বিসিবি একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলে ইংলিশ শিবির।

৩১০ রান তাড়া করে তারা জয় তুলে নেয়। প্রস্তুতি ম্যাচ ভালো হওয়ায় স্বস্তি পাচ্ছেন ইংল্যান্ডের ওয়ানডে অধিনায়ক জস বাটলার। পাশাপাশি তিনি জানিয়েছেন, বাংলাদেশের বিপক্ষে খেলাটা চ্যালেঞ্জিং। তারা সবকিছুর চ্যালেঞ্জ মোকাবিলা করেই সিরিজ জিততে চায়।

তবে ঘরের মাঠে নিজেদের কন্ডিশনে বাংলাদেশ খুবই শক্তিশালী দল বলে জানান তিনি। সেক্ষেত্রে নিজেদের আন্ডারডগ দল হিসেবেও উল্লেখ করেন ইংলিশ অধিনায়ক।

বৃহস্পতিবার মিরপুরে ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাটলার বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে খেলাটা কোনোভাবেই সহজ হবে না। সিরিজটা আমাদের জন্য চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। অস্ট্রেলিয়ায় আমরা বাংলাদেশের কাছে হেরেছিলাম। কিন্তু তারপর আমরা ভিন্ন একটা দলে পরিণত হয়েছি। এখানকার কন্ডিশন বেশ কঠিন হতে চলেছে আমাদের জন্য। আমরা প্রতিপক্ষের দক্ষতার দিকে মনোযোগ দিচ্ছি। কিন্তু দিনশেষে আমরা আসলে দেখতে চাই যেন নিজেদের সেরা ক্রিকেট খেলতে পেরেছি। আর সেটাই আমাদের সর্বোচ্চ সুযোগ করে দেবে জয়ের।’

বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্সের বিষয় উল্লেখ করে বাটলার বলেন, ‘ঘরের মাঠে নিজেদের কন্ডিশনে বাংলাদেশ খুবই শক্তিশালী দল। এখানে অনুষ্ঠিত সাম্প্রতিক সিরিজগুলোতে তাদের সাফল্য ও পারফরম্যান্স খুবই শক্তিশালী। আমরা আন্ডারডগ হয়ে নামলেও সেটা নিয়ে বিন্দুমাত্র চিন্তা নেই। সেটা হয়তো আমাদের সঙ্গে ভালোভাবেই খাপ খেয়ে যায়!’

প্রস্তুতি ম্যাচের জয় ও প্রথম ওয়ানডের প্রস্তুতির বিষয়ে বাটলার বলেন, ‘প্রথম ওয়ানডে ম্যাচের জন্য আমরা প্রস্তুত। আমার মনে হয় প্রস্তুতি ম্যাচে আমাদের যে পরিস্থিতি ছিল, সেটাতে দারুণ অনুশীলন হয়েছে। আমরা সেদিনটাতে অনেক গরমের মধ্যে মাঠে থেকে পরিস্থিতির সঙ্গে মানিয়ে ওঠার ক্ষেত্রে ভালোভাবেই উন্নতি করেছি এবং সবাই খুব ভালো ব্যাট করেছে। খুব ভালো হয়েছে যে, জিতে এসেছি এবং সেটার প্রদর্শনীটা আরেকটা ওয়ানডেতে করতে চাই এবং অভ্যাসে পরিণত করতে চাই। দারুণ জয় ছিল এবং আরো পাওয়ার দিকে মনোযোগী।’