বাংলাদেশিদের ইতালি প্রবেশে আটকানোই যাচ্ছে না

ইতালি

ইতালি মুখী অভিবাসী ঢল অব্যাহত রয়েছে। গত একদিনে অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ৫শ ৫০ জন অভিবাসী দেশটিতে আশ্রয় নেয়। এদের মধ্যে বাংলাদেশি রয়েছেন ১শ ৩ জন। এদিকে, ইতালিতে আবারো করোনায় আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করায় জরুরি অবস্থার মেয়াদ ৩১ শে অক্টোবর পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম।

করোনা সংক্রমণ আবারো বাড়তে থাকায় দুঃশ্চিন্তায় ইতালি সরকার। এমন পরিস্থিতিতে জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর চিন্তা করছে কন্তে প্রশাসন। চলমান জরুরি অবস্থা আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত হতে পারে বলে খবর প্রকাশ করে দেশটির সংবাদ মাধ্যম।

রাজধানী রোমে প্রতিদিনই প্রবাসীদের করোনা আক্রান্তের খবর দিচ্ছে দেশটির স্বাস্থ্য বিভাগ। লাৎসিও বিভাগে আক্রান্তদের শতকরা ৫০ ভাগেরও বেশি অভিবাসী। এতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ছে।

এদিকে, অভিবাসীদের বৈধতা দেয়ার ঘোষণার পর লিবিয়া এবং তিউনিসিয়া থেকে ইতালিমুখী অবৈধ অভিবাসী ঢল অব্যাহত রয়েছে। গেল একদিনে ৫৫০ জন অবৈধ শরণার্থী দেশটিতে প্রবেশ করেছে। এদের মধ্যে বাংলাদেশি রয়েছেন ১০৩ জন। চলতি বছরে এ পর্যন্ত অবৈধ পথে ১১ হাজার ১৯১ জন অভিবাসী ইতালিতে প্রবেশে করেছে। যার ১৬ শতাংশই বাংলাদেশি।